রাস্তায় নেমে সরাসরি যাত্রী, সাধারণ মানুষ ও চালকদের হাতে সড়ক নিরাপত্তামূলক প্রচারণার লিফলেট বিতরণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণার অংশ হিসেবে তিনি এ লিফলেট বিলি করেন। বিআরটিএ’র উদ্যোগে এই প্রচারণার আয়োজন করা হয়। একই সঙ্গে মন্ত্রী বিআরটিএ’র ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচিতে অংশ নেন- কলামনিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, স্থানীয় এমপি ডা. মো. এনামুর রহমান, বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার, পরিচালক (ইঞ্জি:) নূরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, বিআরটিএ’র কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচি চলাকালে মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মহাসড়কে ত্রুটিপূর্ণ ও অবৈধভাবে চালিত যানবাহনের বিরুদ্ধে ৩৯টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। একই স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত ১৭টি মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। এ ছাড়া বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর আরামবাগ এলাকায় পরিচালনা করে যানবাহনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৫টি মামলায় ৬৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়, ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ২টি যানবাহনকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.