আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটলো ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে জমকালো অনুষ্ঠানে শপথ নিয়েছেন তিনি। সবমিলিয়ে তার অভিষেক অনুষ্ঠানে খরচ হয়েছে ১০ কোটি ডলারের বেশি। মনোরম ডিজাইনে সাজানো হয়েছিল মঞ্চ। ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনি। তবে এতো কিছুর পরও মার্কিন এ ধনকুবের বারাক ওবামাকে টপকে যেতে পারেননি। প্রত্যাশা অনুযায়ী, তার অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম হয়নি।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটে বারাক ওবামার। এবার ঘটলো ট্রাম্পের। দু’প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের দু’টি ছবি দিয়ে প্রতিবেদন ছেপেছে সংবাদমাধ্যমটি। তাতে অনুষ্ঠান দু’টির লোকসমাগম তুলনা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সালে ওবামা শপথ নেয়ার দিন সকাল ১১টায় সাবওয়ের যাত্রী ছিলেন ৫ লাখ ১৩ হাজার। অন্যদিকে, শুক্রবার নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেয়ার সময় সাবওয়ের যাত্রী ছিলেন ১ লাখ ৯৩ হাজার।
আমেরিকার সাংবিধানিক রীতি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেসের সদস্যরা ছিলেন। এছাড়া ছিলেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন।
অভিষেক অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটনজুড়ে ২৮ হাজার নিরাপত্তাকর্মী কাজ করেন। ৫ ঘণ্টা আগে থেকেই তারা ওই এলাকায় নিরাপত্তায় নিয়োজিত হন। অনুষ্ঠানে প্রবেশকারীদের ৬টি পয়েন্টে তল্লাশি করা হয়।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার প্রতিবাদে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছোট-বড় বিক্ষোভ চলছে। এ পর্যন্ত ২০০’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.