পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ২০০৯ সাল থেকে। সে বছর লাহোরে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসী হামলার পর আর কোনো দল পাকিস্তানে যেতে রাজি হয়নি। এর পর আইসিসি টাস্ক ফোর্স গঠন করে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের সভাপতি জাইলস ক্লার্ক।
পাকিস্তান টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে শনিবার লাহোরে যান ক্লার্ক। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই সেখানে গেছেন তিনি। এই সফরে গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ক্লার্ক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে কোনো ভয়ঙ্কর ঘটনা সব কিছুকে পিছিয়ে দিতে পারে। গত বছরও একটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাদের। যে কারণে একটা দল পাঠাতে পারিনি। তবে আমরা সামনে এগিয়ে যেতে চাই। অবশ্য এরজন্য অনেক সময়ের প্রয়োজন।’
তারপরও কিছুটা ইতিকবাচক দিক খুঁজে পেয়েছেন এই ইসিবি কর্মকর্তা। এ সম্পর্কে তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার আগে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলা ঠিক হবে না। তবে এটুকু বলা যায় কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমরা। যা হয়তো ভবিষ্যতে কাজে আসবে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.