দীর্ঘদিন টিভি নাটকে কাজ করে আসছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। স্ব-অভিনয়শৈলী দিয়ে তারকার তকমা পেয়েছেন অনেক আগেই। সেসঙ্গে নির্মাণে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যামেরার পেছনে কাজ করতে গিয়ে এখন পুরোদস্তুর নির্মাতাও মীর সাব্বির। নাটকের নির্মাতা হিসেবে বেশ সাড়া জাগিয়েছেন তিনি। তবে এখনো চলচ্চিত্র নির্মাণে দেখা মেলেনি এ অভিনেতা-নির্মাতার। অবশ্য এ মুহূর্তে খুশির খবর হলো এবার শিগগিরই চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে মীর সাব্বিরের। এমন কথাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, টিভি নাটকে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সামনে পেছনে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তবে সেটা একটি চলচ্চিত্র নির্মাণের জন্য এত দিন যথেষ্ট মনে করিনি। অবশ্য এখন সময় হয়েছে। চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেকটাই এগিয়েছি। আশা করছি, এ বছরই কাজে নেমে পড়ব। সম্প্রতি মীর সাব্বির অভিনীত ছবি ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। এর আগে ‘কি জাদু করিলা’ ও ‘এক কাপ চা’ নামের আরো দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তার পরিচালনায় ‘নোয়াশাল’ ধারাবাহিকটি আরটিভিতে প্রচার চলছে। এরই মধ্যে এর ৪শ’র বেশি পর্ব প্রচার হয়ে গেছে। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, দীর্ঘ চার বছর ধরে আমরা নাটকটির সঙ্গে আছি। প্রচারের শুরু থেকে এটি বেশ সাড়া জাগিয়েছে। বলতে পারেন দর্শকদের হৃদয়ের মধ্য রয়েছে। যে কারণে আমাদের এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে। কোনোভাবেই গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করা যাবে না। দিনের পর দিন চেষ্টা করছি, কোন জায়গাগুলোতে আরো ভালো করা যায়। ‘নোয়াশাল’ নিয়ে আমার একটাই ভাবনা, যেন দর্শকদের কাছে এটি মাইলফলক হয়। দর্শকদের ভালোবাসা নিয়েই আমরা পথ চলতে চাই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.