জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও অভিনেতা অপূর্ব নিয়মিত টিভি পর্দায় অভিনয় করে যাচ্ছেন। খণ্ড ও ধারাবাহিকে ব্যস্ত আছেন দু’জনই। সমপ্রতি একসঙ্গে একটি টেলিছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। এর নাম ‘পাখির পালক পড়ে থাকে’। ইরাজ আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। রাজধানীর অদূরে পুবাইলে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। প্রেমনির্ভর কাহিনী নিয়ে নির্মিত এতে অভিনয় প্রসঙ্গে ছন্দা বলেন, এটি বেশ দারুণ একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে। বিশেষত চিত্রনাট্যটা চমৎকারভাবে সাজানো হয়েছে। এখন তো অনেক খণ্ড ও টেলিছবি নির্মাণ হয়। যেগুলোর গল্প ও চিত্রনাট্য দর্শকের নজর কাড়তে পারে না। এর পেছনে অবশ্য অনেক জটিলতাও রয়েছে। তবে এ টেলিছবির গল্প দর্শকের ভালো লাগবে। কারণ গল্পের গাঁথুনি ছিল অসাধারণ। আর নির্মাণশৈলীও বেশ চমৎকার। অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, এখন অনেক ভালো ভালো নাটক টেলিছবি নির্মাণ হচ্ছে। সেসবের মধ্যে এটি অন্যতম একটি বলেই আমি মনে করি। দর্শকের হৃদয়
ছুঁয়ে যাওয়ার মতো গল্প ‘পাখির পালক পড়ে থাকে’। শুটিংয়ে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ছন্দা আপা দারুণ মানুষ। সে সঙ্গে অভিনেত্রী হিসেবেও তো তার জুড়ি নেই। আশা করছি আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।
এ মুহূর্তে বেশকিছু ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন ছন্দা। এর মধ্যে রয়েছে- সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, বৃন্দাবন দাশের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় ‘মজনু একজন পাগল নহে’, কায়সার আহমেদের পরিচালনায় ‘রূপালি প্রান্তর’ ও ‘মেঘের পালক’। এছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘অর্পিতা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন ছন্দা। এতে নাম ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। অন্যদিকে অপূর্ব অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নিয়মিত প্রচার চলছে। এর মধ্যে রয়েছে- ‘সানফ্লাওয়ার’, ‘মায়া’, লাইফ ইন অ্যা মেট্রো’, ‘লিপস্টিক’ ইত্যাদি। পাশাপাশি আসছে ভালোবাসা দিবস উপলক্ষেও কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন অপূর্ব।