নতুন করে ঢাকাসহ দেশের ১০টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস।রোববার সকালে রাজধানীর আগারগাঁও এর পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্স করে ১০টি আঞ্চলিক অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেখ হাসিনা বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত এগোচ্ছে। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছি। ভবিষ্যতে পাসপোর্ট সেবা একটি ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা আছে। সব কিছু যেন ডিজিটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইলেকট্রনিক পাসপোর্টও তৈরি করবো আমরা। এ ধরনের পাসপোর্ট প্রবর্তিত হলে এ খাতে কোনো জালিয়াতি সম্ভব হবে না।প্রধানমন্ত্রী এ সময় স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, এই যে স্বাধীন-স্বতন্ত্র একটি পাসপোর্ট আমরা এখন পাচ্ছি এটি জাতির জনকের ২৪ বছরের সংগ্রামের ফসল। তিনি আমাদের বাংলাদেশ দিয়েছেন, স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট পেয়েছি আমরা।বঙ্গবন্ধুর বর্বর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির জনককে খুনের মধ্য দিয়ে এ দেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। সে সময় যারা ক্ষমতা দখল করে তারা জনগণের সেবা থেকে দূরে সরে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে আবার জাতির জনকের আদর্শে আওয়ামী লীগ জনগণের সেবায় কাজ শুরু করে।এ সময় প্রধানমন্ত্রী দেশের অগ্রগতিসহ পাসপোর্ট অধিদফতরের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের ফিরিস্তি তুলে ধরেন। তুলে ধরেন এমআরপি কার্যক্রমেরও বিভিন্ন দিকও। এমআরপি সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দনও জানান শেখ হাসিনা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.