চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় জনতার পিটুনিতে ৩ জন নিহত হয়েছে। এসময় অস্ত্রসহ ৫ জনকে আটক করে পুলিশ। বুধবার ভোরে কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।বুধবার ভোর ৪টার দিকে ৮ সদস্যের একটি দল ডাকাতির প্রস্তুতির সময় তাদের ধরে ফেলে এলাকার লোকজন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সাগর, রাসেল এবং অজ্ঞাত একজন মারা যায়।খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বন্দুক, এলজি ও ধারালো অস্ত্রসহ আরো ৫ জনকে আটক করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে এলাকায় ডাকাতের উপদ্রব বেড়েছিল। ফলে পুলিশের সঙ্গে মিলে স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কয়েক ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে যান। পরে তাঁরা চারদিক থেকে ধাওয়া দিয়ে আট ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত পাঁচজনকে পুলিশে সোপর্দ করে জনতা।