স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ও মুক্তিযোদ্ধা তিমির নন্দীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী এ দুই গুণী শিল্পীর কাছে চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আব্দুল জব্বারকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং তিমির নন্দীকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন বলে বার্তা সংস্তা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শাহাবুদ্দিন ফরাজীর স্ত্রী জেবুন্নেসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়াত কর্মকর্তা মতিন ছৈয়ালের স্ত্রী সালমা বেগম, সদ্যপ্রয়াত যুব মহিলা লীগের নেত্রী নুরুন্নাহার লাভলীর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এদিকে আজ সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম চিকিৎসাধীন সাংবাদিক মুকুল তালুকদারকে শেখ হাসিনার পক্ষে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন।