যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে উন্মুক্ত আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে কিম জং-উনের সঙ্গে কথা বলতেও তাঁর কোনো সমস্যা নেই বলে জানান ট্রাম্প।
বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান। ওই সাক্ষাৎকারে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। এ ছাড়া জলবায়ু সম্মেলন বিষয়েও নিজের আগ্রহের কথা জানান ট্রাম্প।
ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বলেছেন, বিশ্বের প্রভাবশালী নেতাদের প্রতি ট্রাম্পের অন্য রকম আগ্রহ। তবে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনার আগ্রহকে ট্রামের অর্থহীন কর্মকাণ্ডেরই অংশ বলে মনে করেন হিলারি।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতি নিয়ে বিতর্ক থাকলেও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা দেশটির প্রতি মার্কিন নীতির আমূল পরিবর্তন ঘটাবে।
অপর এক খবরে বিবিসি জানায়, চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে রিপাবলিকান সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষিত হওয়ার পরই তিনি এ সফরে যাবেন।
যুক্তরাষ্ট্রে মুসলমান নিষিদ্ধে ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং সম্প্রতি নির্বাচিত লন্ডনের মেয়র সাদিক খান। এই পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো নাও হতে পারে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.