টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮৩ রান খুব একটা খারাপ সংগ্রহ না। এই পুঁজি নিয়ে অনেক দলই পেয়ে যায় সহজ দল। কিন্তু প্রতিপক্ষ দলে যদি ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা থাকেন, তাহলে ১৮৩ কেন, ২০০ রানও যথেষ্ট হয় না। সোমবার সেটাই আরেকবার দেখা গেল ইডেন গার্ডেনসে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। গেইল, কোহলি, ডি ভিলিয়ার্সরা একসঙ্গে জ্বলে উঠলে বোলারদের যে কিছুই করার থাকে না সেটাই অসহায়ভাবে স্বীকার করে নিতে হলো সাকিব আল হাসানকে।
বেঙ্গালুরের বিপক্ষে সোমবার সাকিব ব্যাট করতে নেমেছিলেন সাত নম্বরে। শেষপর্যায়ে ১১ বলে ১৮ রানের কার্যকরী একটি ইনিংসও খেলেছেন বাংলাদেশের এই বাঁ-হাতি অলরাউন্ডার। সেই সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীর, মণীষ পাণ্ডের অর্ধশতক ও আন্দ্রে রাসেলের ৩৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে কলকাতা সংগ্রহ করেছিল ১৮৩ রান।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন গেইল ও কোহলি। দীর্ঘদিন পর রানখরা কাটিয়ে গেইল খেলেছেন ৪৯ রানের ইনিংস। অষ্টম ওভারে গেইলকে আউট করেও স্বস্তি পাননি কলকাতার বোলাররা। বরাবরের মতো অসাধারণ ব্যাটিং করে গেছেন কোহলি ও ডি ভিলিয়ার্স। এ রকম অবস্থায় বোলারদের যে কিছু করার থাকে না, সেটাই ম্যাচ শেষে স্বীকার করে নিতে হয়েছে সাকিবকে, ‘তাদের যে ধরনের দুর্দান্ত ব্যাটিং লাইন-আপ, তাতে আমার মনে হয় না আমাদের খুব বেশি কিছু করার ছিল। আমরা সব কিছুই চেষ্টা করেছিলাম। কিন্তু তারা অনেক ভালো খেলেছে। আমরা তাদের প্রতিটা ব্যাটসম্যানের জন্যই আলাদা আলাদা পরিকল্পনা করেছিলাম। সেগুলো কাজে লাগলে কেউই হয়তো রান করতে পারতেন না। কিন্তু তেমনটা হয়নি।’
দুর্দান্ত ফর্মে থাকা কোহলিকে আউট করার মোক্ষম একটি সুযোগ পেয়েও অবশ্য সেটা কাজে লাগাতে পারেনি কলকাতা। ১১তম ওভারে প্রথম বল করতে এসেই কোহলির উইকেট পেয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু পয়েন্টে কোহলির ক্যাচ ফেলে দিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই সময় কোহলি ব্যাট করছিলেন ৩২ রান নিয়ে। একবার জীবন পেয়ে কোহলি খেলেছেন ৭৫ রানের অপরাজিত ইনিংস। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। সাকিবও পরে আর কোনো উইকেট পাননি। চার ওভার বল করে দিয়েছেন ৩৯ রান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.