ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর। আসছে ঈদ উপলক্ষে নির্মিতব্য এই অনুষ্ঠানটি প্রতিবারের মতোই এবারও বিষয় বৈচিত্র্যে ঠাঁসা। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা সম্পর্কে সচেতন করাও এই অনুষ্ঠানের লক্ষ্য। এবারের অনুষ্ঠানেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ- এমনই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানে ৪ মিনিটের একটি বিশেষ পর্ব রয়েছে। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। পর্বটিতে শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং ঈমন ভিনগ্রহের মানবের চরিত্রে এবং চিত্রনায়ক আলমগীর একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। তাদের সঙ্গে একটি দেশাত্মবোধক গানের পরিবেশনায় অংশ নিয়েছে ৩০ জন শিশুশিল্পী। বিদ্রূপাত্মক ও রসালো এই পর্বটিতে উঠে এসেছে অনেক সমসাময়িক বিষয়। উল্লেখ্য, এ অনুষ্ঠানের মাধ্যমে চিত্রনায়ক আলমগীর দীর্ঘ প্রায় এক দশক পর টিভিতে অভিনয় করেছেন। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি বিটিভির ঈদ আয়োজনে প্রচার হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.