ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে যুক্তরাজ্যের। গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন অধিকাংশ ব্রিটিশ।
এই রায়ের পর বিশ্ববাজারে পাউন্ডের দরপতন ঘটেছে। ইউরোপের অনেক দেশই এখন ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলছে।
তবে অনেক ব্রিটিশ না বুঝেই ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি ভোট দিয়ে আসার পর তাঁরা গুগলে সার্চ করেছেন, ব্রেক্সিটের কারণে তাঁদের ভবিষ্যৎ কী হবে। অনেকেই আবার ভোট দিয়ে এসে গুগলে খুঁজেছেন ‘ইউরোপীয় ইউনিয়ন কী?’ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এ খবর।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার আট ঘণ্টা পর ব্রিটিশদের পক্ষ থেকে গুগলে “what happens if we leave the EU” (আমরা ইইউ ছাড়লে কী ঘটবে?) লিখে সার্চ দেওয়ার মাত্রা বৃদ্ধি পায়।
গুগলের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রিটেন থেকে গুগল সার্চে শীর্ষে ছিল “What is the EU?” (ইইউ কী?) অর্থাৎ অনেকটা না বুঝেই রাজনৈতিক প্রচারণার ওপর ভিত্তি করে ভোট দিয়েছেন অনেক ব্রিটিশ।
ব্রিটেনের আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বৃদ্ধা বলেন, ‘যদিও আমি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দিয়েছি, তবে এখন বাস্তবতা দেখে আমি ভয় পাচ্ছি। আমার যদি আবার ভোট দেওয়ার সুযোগ থাকত তাহলে আমি ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিতাম।’
এমন ব্রিটিশ নাগরিকদের নিশ্চয় এখন বাংলা প্রবাদটি মনে করিয়ে দেওয়া যেতেই পারে- ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.