ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প ২০ জুলাই শুরু হচ্ছে। অবশ্য এই ক্যাম্পের শুরু থেকেই পাওয়া যাচ্ছে না দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। আপতত দলের ট্রেনারের অধীনেই চলবে এই ক্যাম্প।
জাতীয় দলের এই ক্যাম্পের জন্য ৩০ জনের প্রাথমিক দল এরই মধ্যে ঘোষণা করেছে বিসিবি। এদের নিয়েই প্রথম ১০ দিন ট্রেনারের অধীনে চলবে ক্যাম্প।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প ২০ জুলাই থেকেই শুরু হচ্ছে। তবে আপতত প্রথম ১০ দিন ট্রেনারের অধীনে চলবে। শুরুতে খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প হবে।’
বিসিবি সূত্র জানায়, আপাতত না এলেও আগস্টের শুরুতে হাথুরুসিংহে ঢাকায় আসতে পারেন। তখনই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে এই ক্যাম্প শুরু হচ্ছে ঠিক, তবে ইংল্যান্ড দল আসবে কি না তা এখনো নিশ্চিত নয়। রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়েও দ্বিধায় ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে ইসিবি।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইংল্যান্ড আসবে কি না, তা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.