বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রক্ত’ ছবিতে কাজ করছেন এই প্রজন্মের নায়িকা পরী মণি। কাজের সূত্র ধরেই ছবির প্রযোজক আবদুল আজিজের সঙ্গে প্রায়ই ফেসবুকে ছবি আপলোড করেন পরী। আবদুল আজিজও কয়েক দিন ধরেই পরীর সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে মিডিয়ায় তেমন কোনো আলোচনা না থাকলেও হঠাৎ করেই আজ রোববার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন, পরীর সঙ্গে তাঁর প্রেমের নয়, বন্ধুত্বের সম্পর্ক। এই স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মাথায় নায়িকা পরী মণিও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাঁদের বন্ধুত্বের বিষয়টি তুলে ধরেন। দুজনই এ সময় একাধিক ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
আবদুল আজিজ স্ট্যাটাসে লিখেছেন, “একটা ছেলের সঙ্গে একটা মেয়ের শুধু প্রেমেরই সম্পর্ক হয় না। প্রেম ছাড়াও আরো মধুর সম্পর্ক হয়, যেমন—ভাই-বোন, বন্ধুত্ব… প্রেম বা ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়, স্বার্থে একটু আঘাত লাগলেই (যেমন আমার চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে), কিন্তু ভাই-বোনের বা বন্ধুত্বের সম্পর্ক কখনো ভাঙে না… এটা আজীবন থাকে… কারণ এই সম্পর্কে কিছু চাওয়া-পাওয়া থেকে না, থাকে না কোনো স্বার্থ… মিডিয়া বা আমার পরিচিত অনেকেই আমার ও পরী মণির সম্পর্ক নিয়ে নানা চিন্তাভাবনা করে !!! অনেকে ভাবে, পরী মণি জাজের মেয়ে (নায়িকা) না হয়ে কেন এত বিগ বাজেটের সিনেমা ‘রক্ত’ করার সুযোগ পেল? কেন পরী আমাকে কোটি টাকার গাড়ি উপহার দিতে চাইল? কেন পরীর সঙ্গে আমার এত ছবি FB-তে upload করি।
মনে হয়, ব্যাপারটা একটু clear করার সময় হয়েছে এখন। আমি ও পরী মণি খুব খুব খুব ভালো বন্ধু। আমরা এই সম্পর্ক এই জন্য করেছি, যাতে আমাদের সম্পর্ক আজীবন থাকে।
আর আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, যে একটি ছেলে ও একটি মেয়ে, কোনো কিছু চাওয়া-পাওয়া ছাড়াই, কত মধুর ও পবিত্র বন্ধুত্ব করতে পারে।
আপনারা দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে, আমরা দুজন যে অবস্থানেই থাকি না কেন?”
এর স্ট্যাটাসের পরপরই নায়িকা পরী মণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘দোস্ত আমরা দুজন, হবো না দুশমন… ছিঁড়বে না এ বাঁধন, রবে চিরজীবন। পবিত্র বন্ধন বন্ধুত্ব, পবিত্র নাম বন্ধু, আছে মায়া, আছে টান, নেই এর আদি অন্ত, আছে অফুরন্ত ভালোবাসা, নেই কোনো মোহের অস্তিত্ব, এই ভালোবাসায় নেই কোনো খাদ, শত বদনামেও হবে না অবসাদ, অন্তহীন এ জীবনের মাঝে বন্ধুত্ব, সে তো সত্য।’
এরপর ইংরেজি হরফে পরী আরো যোগ করেন, ‘হ্যালো এফবি ওয়ার্ল্ড, এই দেখো এটা বন্ধুত্বের রিলেশন। ছেলেমেয়ে হাত ধরলে, একসঙ্গে চললে প্রেমপ্রীতি ছাড়াও অন্য সম্পর্কও হয়। আবদুল আজিজ—এই মানুষটার সঙ্গে আমার প্রফেশনাল রিলেশন ছাড়াও আরো একটা রিলেশন আছে। সেটা খুব পবিত্র, খুব নির্ভয়, খুব বেশি সত্য, সেটা হলো বন্ধুত্ব। জাজের ‘রক্ত’ মুভির পর কোনো কাজ হোক আর না হোক, আমাদের এই বন্ধু সম্পর্কটা আমৃত্যু থাকবে ইনশাআল্লাহ। বিকজ দুনিয়াতে এই একটি রিলেশন আছে, যার কোনো ব্রেকআপ বলে কিছু নেই…। তোমরা দোয়া করো, এই বন্ধুত্ব যেন অমর হয়ে রয়। লেটস সেলিব্রেট। আই লাভ ইউ সো মাচ বন্ধু।’
আবদুল আজিজ ও পরী মণির স্ট্যাটাসে তাদের ফেসবুক বন্ধুরাও বন্ধুত্বের জন্য তাদের শুভেচ্ছা জানান।