চার ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই হারের মুখ দেখেছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০ বছর পর লর্ডসে জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। তবে ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে দাপুটে ভঙ্গিতে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। তুলে নিয়েছেন ৩৩০ রানের বড় ব্যবধানের জয়।
ওল্ড ট্রাফোর্ডে অসাধারণ ব্যাটিং করে জো রুটই যে ব্যবধানটা গড়ে দিয়েছেন, সেটা স্বীকারও করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম ইনিংসে ২৫৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও রুটের ব্যাট থেকে এসেছে ৭১ রান। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকও দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম ইনিংসে শতকের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৭৬ রান।
প্রথম ইনিংসে ৫৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৯৮ রান। পড়েছিল ফলোঅনের লজ্জায়। তবে পাকিস্তানকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান জমা করে পাকিস্তানের সামনে ছুড়ে দিয়েছিল ৫৬৫ রানের দুরূহ লক্ষ্য। সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা। ক্রিস ওকস, মইন আলী, জেমস অ্যান্ডারসনদের দাপুটে বোলিংয়ের মুখে ২৩৪ রানেই থেমে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। চার দিনের মধ্যেই টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ওকস, মইন ও অ্যান্ডারসন। এর আগে প্রথম ইনিংসেও চারটি উইকেট পেয়েছিলেন ওকস।
আগামী ৩ আগস্ট থেকে বার্মিংহামে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.