রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবং তাঁর পোস্ট করা স্ক্রিনশট। ছবি : ইন্ডিয়া টুডে
ফেসবুকে অনাহূত ব্যক্তিদের থেকে প্রায়ই অশ্লীল বার্তার শিকার হতে হয় নারীদের। এবার তার শিকার হতে হলো ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কেও!
আগ শনিবার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় অভিযোগ এনেছেন, তাঁর ফেসবুকের ইনবক্সে একাধিক অশ্লীল বার্তা পাঠাচ্ছে পার্থ মণ্ডল নামে এক যুবক। তিনি এই সংক্রান্ত একাধিক স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন।
এদিকে তাঁর এই স্ক্রিনশট পোস্টের পরপরই ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এটা শুধু রাষ্ট্রপতির মেয়েকে নয়, সমগ্র নারী জাতিকে অপমানের শামিল।’
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় পার্থ মণ্ডল নামের ওই যুবকের বিরুদ্ধে বিকেলের মধ্যেই তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেক নেতাই এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন।
ইন্ডিয়া টুডে জানায়, রাষ্ট্রপতির মেয়ে এবং কংগ্রেস নেত্রী শমিষ্ঠা শনিবার ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়ার পরেই তোলপাড় শুরু হয়। ফেসবুকে শর্মিষ্ঠা জানান, বেশ কয়েকদিন ধরে পার্থ মণ্ডল নামে ‘বিকৃত মস্তিষ্কের’ এক ব্যক্তি তাঁকে অশ্লীল বার্তা পাঠাচ্ছে। প্রথম প্রথম সেগুলো তিনি অবহেলা করতেন।
ফেসবুক পোস্টে শর্মিষ্ঠা বলেন, ‘পরে মনে হয়েছে এই ধরনের নীরবতার কারণে ওই ব্যক্তি অন্য নারীদের উত্ত্যক্ত করতে পারে। তাই আর নীরব থাকা সম্ভব হলো না। কেন না এই ধরনের ব্যক্তিদের শুধু অবহেলা বা ব্লক করাই যথেষ্ট নয়।’
এই কংগ্রেস নেত্রী আরো বলেন, ‘আমি খুব গভীরভাবে অনুভব করছি এই ধরনের লোকদের জনসম্মুখে আনা উচিত এবং তাদের অপমান করা উচিত। তাই আমি তার পাঠানো বার্তার স্ক্রিনশটও পোস্ট করলাম।’
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সব বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন শর্মিষ্ঠা। স্ক্রিনশটে দেখা যায়, পার্থ মণ্ডল নামের এক ব্যক্তি বাংলায় ছাপার অযোগ্য সব কথা লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠাকে।
শর্মিষ্ঠা যোগ করেন, ‘আমি মনে করি এই ধরনের মানুষদের পরিচয় প্রকাশ করে অপমানিত করা উচিত। আমি এই স্ক্রিনশট পোস্ট করে তাকে ট্যাগ করেছি। সবাই দয়া করে এই পোস্টটি শেয়ার করুন এবং পার্থ মণ্ডল নামের ইঁদুরটিকেও ট্যাগ করুন। এটা তার প্রতি একটা বার্তা যে ওর মতো উন্মাদের কর্মকাণ্ড হালকাভাবে নেওয়া হবে না।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.