গত বছর শাওমি নিয়ে এসেছিল মি নোট স্মার্টফোন। এখন তারা কাজ করছে মি নোট ২ স্মার্টফোন নিয়ে। এই ফোনে থাকতে পারে বাঁকানো ডিসপ্লে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবি দেখে ব্যাপারটি মোটামুটি নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। এ খবর জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
ফোনবিষয়ক ওয়েবসাইট ফোন রাডার জানিয়েছে, আগামী ২৫ আগস্ট শাওমি মি নোট ২ ফোনটি চীনের বাজারে ছাড়া হতে পারে। অবশ্য বেশকিছু প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে ৫ সেপ্টেম্বর ফোনটি বাজারে ছাড়া হতে পারে।
মি নোট ২-এর স্পেসিফিকেশনের ব্যাপারে বিস্তারিত কিছু শাওমির পক্ষ থেকে জানানো হয়নি। তবে ফোন রাডারের এক প্রতিবেদনে স্মার্টফোনটির সম্ভাব্য কিছু স্পেসিফিকশনের কথা জানানো হয়েছে।
মি নোট ২ স্মার্টফোনে থাকতে পারে কোয়াড এইচডি রেজ্যুলেশন। বাঁকানো ডিসপ্লের পাশাপাশি ফ্ল্যাট স্ক্রিন সংস্করণও থাকবে ফোনটির। এতে থাকতে পারে মেটাল বডি। ৩৬০০ এমএএইচের ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
৪ জিবি ও ৬ জিবি র্যামের দুটি সংস্করণ থাকতে পারে স্মার্টফোনটির। ইন্টারনাল মেমোরি থাকতে পারে ৬৪ ও ১২৮ জিবির। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট। দ্রুত চার্জিংয়ের জন্য থাকবে কুইকচার্জ ৩ দশমিক ০।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মি নোট ২-এর দাম হতে পারে দুই হাজার ৪৯৯ চীনা ইউয়েন যা বাংলাদেশি টাকা প্রায় সাড়ে ২৯ হাজার টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম হতে পারে দুই হাজার ৭৯৯ চীনা ইউয়েন যা বাংলাদেশি টাকা প্রায় সাড়ে ৩৩ হাজার টাকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.