ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির নির্বাচনের আগের দুই মাসে বিজ্ঞাপন প্রচারের বিষয়াদি চূড়ান্ত করবে এ সপ্তাহে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত ৮টি অঙ্গরাজ্যে বিজ্ঞাপন প্রচারে তাদের বাজেট মোট ৮ কোটি ডলার । আর জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে ইতিমধ্যে বিজ্ঞাপন বাবদ ক্লিনটন শিবির ব্যয় করেছে ৭ কোটি ডলার। এ খবর দিয়েছে সিএনএন। খবরে আরও বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবির বিজ্ঞাপন প্রচার করবে না। এ রাজ্য দুটি হলো, ভার্জিনিয়া ও কলোরাডো। ক্লিনটন শিবিরের শীর্ষ ওই সূত্র বলেন, জরিপে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ এ রাজ্য দুটিতে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বিপুল পরিমাণ সমর্থন রয়েছে হিলারির। সংখ্যালঘু সম্প্রদায় এবং কলেজপড়ুয়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে। এ কারণে তারা অঙ্গরাজ্য দুটি থেকে বিজ্ঞাপন না চালানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। বিজ্ঞাপনের বাজেট সম্পর্কে হিলারি শিবিরের সূত্র জানান, আগস্ট মাসের বাকি সময়টাতে বিজ্ঞাপনে ব্যয় হবে ৩০ লাখ ডলার। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য বাজেট ৭ কোটি ৭০ লাখ ডলার। যে ৮টি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবিরের বিজ্ঞাপন যাবে সেগুলো হলো- ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, নেভাডা, ওহাইও, নর্থ ক্যারোলিনা ও নেব্রাসকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.