অভিযুক্ত অস্কার মোরেল
বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিনের প্রশংসা করলেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন। তিনি বলেন, নিহত এ দু’বাংলাদেশি ছিলেন শান্তিপ্রিয় ভদ্রলোক। ওদিকে তাদেরকে হত্যার দায়ে অস্কার মোরেলকে অভিযুক্ত করেছে নিউ ইয়র্কের গ্রান্ড জুরি। সোমবার ৩৫ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার একটি অভিযোগ, সেকেন্ড ডিগ্রি হত্যার দুটি অভিযোগ ও অস্ত্র রাখায় সেকেন্ড ডিগ্রিতে দুটি অভিযোগ আনা হয়েছে আদালতে। তবে অস্কার হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। উল্লেখ, ইমাম আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। তার সহযোগী তারা উদ্দিনের বাড়ি সিলেটে। নিউ ইয়র্কের কুইন্সে ওজোন পার্ক এলাকায় মসজিদে ১৩ই আগস্ট জোহরের নামাজ আদায় করে তারা পায়চারি করছিলেন। তখন পিছন থেকে অস্ত্রধারী এক ব্যক্তি গিয়ে তাদের মাথায় খুব কাছ থেকে গুলি করে। এতে তারা মারা যান। এ ঘটনায় স্থানীয় বাঙালিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা এর প্রতিবাদ করেছেন। তাদের দাবি, সেখানে ভীষণ জনপ্রিয় এ দু’ধর্মীয় নেতা ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধের স্বীকার। সেখানে অবস্থানরত নিহতদের স্বজনরা ভেঙে পড়েছেন। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি ও আশপাশে সৃষ্টি হয়েছে এক শোকবিধুর পরিবেশ। এলাকাবাসী এ হত্যার সুষ্ঠু বিচার চান। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, সোমবার কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, বিবাদী যে কাজ করেছে তাতে আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে প্রচণ্ড আঘাত লেগেছে। নিহত দু’ব্যক্তিই ছিলেন শান্তিপ্রিয় ভদ্রলোক। পরিবার ও মুসলিম সম্প্রদায়ের কাছে তাদের মৃত্যু অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, ওই হত্যাকাণ্ডের পর সন্দেহজনকভাবে আটক করা হয় অস্কার মোরেলকে। গত সপ্তাহে প্রথম তাকে আদালতে হাজির করা হয়। তাকে জামিন দেয়া হয়নি। তার বিষয়ে গ্রান্ড জুরি আবার পরে কোনো একদিন সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, সাত সন্তানের পিতা আলাউদ্দিন কয়েক বছর আগে উন্নত জীবনের সন্ধানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.