জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। বিশেষ এ দিন স্মরণে টিভি চ্যানেলগুলো রেখেছে নানা আয়োজন। প্রচার হবে একাধিক বিশেষ অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে এটিএন বাংলায় থাকছে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’ আমজাদ কবীর চৌধুরী পরিচালনায়। এটি প্রচার হবে আজ দুপুর ১টা ১৫ মিনিটে। চ্যানেল আইতে দুপুর ১টা ০৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেহের নেগার’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এটি পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান ও প্রবীর মিত্র প্রমুখ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি গানের ভিডিওচিত্র নির্মাণ করেছেন দেশের চার চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন। ভিডিওচিত্রে চারটি গানের কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনন্যা রুমার পরিচালনায় ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ শিরোনামে গানের এই অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল ও মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। বাংলাভিশনে বিশেষ সংগীতানুষ্ঠান ‘না মিটিতে সাধ মোর’ বাংলাভিশনে প্রচার হবে বিকাল ৫টা ২৫ মিনিটে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় এতে গান পরিবেশন করবেন ফেরদৌস আরা। সরাসরি বিশেষ সংগীতানুষ্ঠান ‘আপনার চেয়ে আপন যে জন’ প্রচার হবে ১১টা ২৫ মিনিটে। এতে গান পরিবেশন করবেন তানভীর আলম সজীব ও প্রিয়াংকা গোপ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। সকাল ১০টা ২ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘লিচু চোর’। সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘নজরুলের মক্তবে’। ‘বাঁধনহারা’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘কুহু’ থাকছে দুপুর ১২টা ১৫ মিনিটে। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শামস সুমন, দীপা খন্দকার ও মাজনুন মিজান প্রমুখ। ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঞ্চিতা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকবে সংগীতশিল্পী কনা ও পুলক, নৃত্যশিল্পী সোহেল ও শখ এবং আবৃত্তিশিল্পী আহকামউলাহ’র পরিবেশ না। রাত ১১টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমারে দেবনা ভুলিতে’। জয়ন্ত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুলসংগীতের দুই প্রজন্মের দুই গুণী শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াংকা গোপ। তাদের গানের সঙ্গে ধারা আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। রাত ১২টা ২ মিনিটে থাকছে বিরতিহীন নাটক ‘শিউলিমালা’। রেহমান খলিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ভাবনা, সাঈদ বাবু প্রমুখ। এছাড়া আরটিভিতে বিকাল ৫টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এখানে গান পরিবেশন করবেন শাফিন আহমেদ ও প্রিয়াংকা গোপ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.