ইউয়েফা ইউরো কাপের গ্রুপ পর্বে পরীক্ষাই দিতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ‘এ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেড মোকাবিলা করবে তুর্কি জায়ান্ট ফেনেরবাচ ও ডাচ্ শীর্ষ দল ফিওনুদর্কে। গ্রুপের অপর দলটি ইউক্রেনের জোরিয়া লুহানস্ক। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাবেক রেড ডেভিল তারকা রবিন ভ্যান পার্সির লড়াই উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। আর কঠিন গ্রুপ নিয়েও খুশি ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ইউরো লীগের ড্র শেষে মরিনহো বলেন, জোরিয়া দলটি সম্পর্কে আমি বেশি জানিনা। আমরা সবাই জানি এ আসর চ্যাম্পিয়ন্স লীগের মতো নয়। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপের ঐতিহ্যবাহী দুই দল ফেনেরবাচ ও ফিওনুর্দের মোকাবিলা করবে এটা আমাদের জন্য ভালো কথা। আমরা জানি এটা একটা কঠিন গ্রুপ কিন্তু আমি মনে করি এটা ভালো হয়েছে। এটা সমর্থক ও খেলোয়াড়দের জন্য ভালো, কারণ এতে সবাই অনুপ্রাণিত থাকবে। রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহর লুহানস্কের দলটি ইউরোপ লীগের মূলপর্বে খেলছে প্রথমবার। শেষ দুই আসরের প্লে-অফ পর্ব থেকে বিদায় নেয় দলটি। ম্যানইউর সাবেক ডাচ্ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি এবার খেলছেন তুরস্কের ফেনেরবাচ দলের জার্সি গায়ে। ২০১২ সালে ইংলিশ অপর জায়ান্ট ক্লাব আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন রবিন ভ্যান পার্সি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মৌসুমে ৩০ গোল নিয়ে ভ্যান পার্সি জেতেন ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট পুরস্কার। রেড ডেভিলদের জার্সি গায়ে চার বছরের ক্যারিয়ারে ১০৫ ম্যাচে ৫৮ গোল রয়েছে ভ্যান পার্সির। গত বছর ম্যানইউ থেকে ফেনেরবাচে পাড়ি দেন এ ডাচ্ স্ট্রাইকার। এখানেও ফর্ম ধরে রেখেছেন এ ডাচ্ গোল মেশিন। ফেনেরবাচের জার্সি গায়ে ৩৩ বছরের ভ্যান পার্সি ৪৮ ম্যাচে পেয়েছেন ২২ গোল। ইউয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বের শুরুর দুই রাউন্ডের খেলা মাঠে গড়াবে আগামী ১৫ ও ২৯শে সেপ্টেম্বর। বাকি খেলা হবে ২০শে অক্টোবর, ৩ ও ২৪শে নভেম্বর এবং আগামী ৮ই ডিসেম্বর। ইউরোপা লীগের ড্র
গ্রুপ এ: ম্যানইউ (ইংল্যান্ড), ফেনেরবাচ (তুরস্ক), ফিওনুর্দ (নেদারল্যান্ডস, জোরিয়া লুহানস্ক (ইউক্রেন)। গ্রুপ বি: অলিম্পিয়াকোস (গ্রিস), আপোয়েল নিকোশিয়া (সাইপ্রাস), ইয়ং বয়েজ (সুইজারল্যান্ড), আসতানা (কাজাখস্তান)। গ্রুপ সি: আন্ডারলেখট (বেলজিয়াম), সেইন্ট এতিয়েন (ফ্রান্স), মাইন্স (জার্মানি), কাবালা (আজারবাইজান) গ্রুপ ডি: জেনিথ পিটার্সবার্গ (রাশিয়া), এজেড আল্কমার (নেদারল্যান্ডস), মাকাবি তেল আবিব (ইসরাইল), ডানডাল্ক (আয়ারল্যান্ড)। গ্রুপ ই: ভিক্টোরিয়া প্লজেন (চেক প্রজাতন্ত্র), এএস রোমা (ইতালি), এফসি ভিয়েনা (অস্ট্রিয়া), আসত্রা জিউরজিউ (রুমানিয়া)। গ্রুপ এফ: অ্যাথলেটিক বিলবাও (স্পেন), গেঙ্ক (বেলজিয়াম), র্যাপিড ভিয়েনা (অস্ট্রিয়া), সাসুওলো (ইতালি)। গ্রুপ জি: আয়াক্স আমস্টারডাম (নেদারল্যান্ডস), স্টানডার্ড লেইজ (নেদারল্যান্ডস), সেল্টা ভিগো (স্পেন), প্যানাথিনাইকোস (গ্রিস)। গ্রুপ এইচ: শাখতার দনেতস্ক (ইউক্রেন), ক্লাব ব্রাগা (পর্তুগাল), গেন্ত (বেলজিয়াম), কোনিয়াসপোর (তুরস্ক)। গ্রুপ আই: শালকা জিরো ফোর (জার্মানি), সালসবুর্গ (অস্ট্রিয়া), ক্রাসনদর (রাশিয়া), নিস (ফ্রান্স)। গ্রুপ জে: ফিওরেন্টিনা (ইতালি), সালোনিকা (গ্রিস), স্লোভান লিবেরেক (চেক প্রজাতন্ত্র), কারাবাগ (আজারবাইজান)। গ্রুপ কে: ইন্টার মিলান (ইতালি), স্পারতা প্রাগ (চেক প্রজাতন্ত্র), সাউদাম্পটন (ইংল্যান্ড), হাপোয়েল বিয়ার শেভা (ইসরাইল)। গ্রুপ এল: ভিয়ারিয়াল (স্পেন), স্টুয়া বুখারেস্ট (রুমানিয়া), এফসি জুরিখ (সুইজারল্যান্ড), ওসমানলিসপোর (তুরস্ক)।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.