সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এ উপলক্ষে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাছুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, আজ থেকে জগন্নাথপুর উপজেলা বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। এই ঘোষণার মাধ্যমে আর কোনো বাল্যবিবাহ হতে দেওয়া হবে না। যাঁরা বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তাঁদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার হারুন-অর রশিদ, প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী, প্যানেল মেয়র শফিকুল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাইনুল ইসলাম পারভেজ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষিকা স্বপ্না রানী চন্দ, শিক্ষার্থী শ্রাবন্তী সরকার প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ‘বাল্যবিবাহ করব না’ শীর্ষক শপথবাক্য পাঠ করান।
এর পর প্রধান অতিথি শেখ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হারুন-অর রশিদকে ক্রেস্ট প্রদান করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.