মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পুরো নাম জন ফোর্বস কেরি। একজন সাহসী যোদ্ধা হিসেবে দেশের হয়ে যিনি লড়াই করেছেন ভিয়েতনামের রণাঙ্গনে। নৌ-সেনা হিসেবে যুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ ভূষিত হয়েছেন সিলবার স্টারসহ যুক্তরাষ্ট্রের একাধিক সম্মানজনক পুরস্কারে। সেই যোদ্ধাই এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে জন কেরি পালন করেছেন নানা গুরুদায়িত্ব। দীর্ঘ সময় ধরে ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর ছিলেন। এ ছাড়া মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কসংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলেও হোয়াইট হাউসের সর্বময় কর্তৃত্বের স্বপ্ন অধরাই থেকে যায় তার। ওই নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির জর্জ ডব্লিউ বুশের কাছে পরাজিত হন। তবে নির্বাচনে হেরে রাজনীতি থেকে দূরে সরে যাননি তিনি। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান এ কূটনীতিক। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে হিলারি কিনটনের উত্তরসূরি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। জন কেরির জন্ম ১৯৪৩ সালের ১১ ডিসেম্বর।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.