চিঠি লিখে তিন কোটি টাকার বিলাসবহুল মার্সিডিজ গাড়ি ফেলে রেখে উধাও হয়েছেন এক গাড়ির মালিক। মঙ্গলবার রাতে রাজধানীর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ের সামনের সড়কে গাড়িটি রেখে যাওয়া হয়। পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটি বুধবার সকালে উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
গাড়ির ভেতরে থাকা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার দখলে থাকা গাড়িটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে জমা করছি। গাড়িটি জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে, আমার মতো অন্যরাও যেন অবৈধ গাড়ি জমা দেন।’
অবৈধ বিলাসবহুল গাড়ির বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সাম্প্রতিক অভিযানকে স্বাগত জানানো হয় ওই চিঠিতে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, চিঠিতে কারও নাম-ঠিকানা উল্লেখ ছিল না। গাড়িটি পরীক্ষা করে দেখা হয়েছে। এটি দুই দরজার লাল রঙের এসএলকে ২৩০ মডেলের মার্সিডিজ বেঞ্জ। ২০০২ সালের তৈরি গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ২৩০০ সিসি।
মইনুল খান বলেন, গাড়িটি কারনেটের আওতায় দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গাড়ির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রকৃত মালিককে না পাওয়া গেলে গাড়িটি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে ।
এ নিয়ে শুল্ক গোয়েন্দারা বিলাসবহুল ৩২টি অবৈধ গাড়ি জব্দ করেছেন বলেও তিনি জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.