চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে এসে চাহিদা কমে গেছে। টিকিট প্রত্যাশী মানুষের লাইন ছিল সীমিত। গতকাল সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আগামী ১১ই সেপ্টেম্বরের টিকিট নিতে আসা যাত্রীরা কাউন্টার থেকে খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পেরেছেন। রেল কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হচ্ছে ১১ই সেপ্টেম্বর থেকে। কিন্তু ছুটি শুরুর আগে দুইদিন সরকারি ছুটি থাকার কারণে এদিনের টিকিটের চাহিদা কম। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে ৮ হাজার ৭২০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কাউন্টারে রাখা হয়েছে ৬ হাজার ৫৮০টি টিকিট। বাকিগুলো অনলাইনে ও কোটায় রাখা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ঈদের বিশেষ ট্রেনের শেষ দিনের টিকিটের চাহিদা তেমন একটা নেই। প্রথমদিনে খুব বেশি চাহিদা ছিল না। দ্বিতীয়দিন মঙ্গলবার থেকে চাহিদা বাড়তে থাকে। বুধ ও বৃহস্পতিবার টিকিটের চাহিদা ছিল অনেক বেশি। কিন্তু শেষ দিনে যাত্রীদের চাপ একেবারেই কম। তাই কাউন্টারে যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ স্বচ্ছভাবে টিকিট বিক্রি হবে। এর আগে গত ২৯শে আগস্ট থেকে ঈদের অগ্র্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। ওইদিন দেয়া হয়েছে ৭ই সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। পরদিন মঙ্গলবার ৩০শে আগস্ট দেয়া হয় ৮ই সেপ্টেম্বরের অগ্রিম টিকিট, বুধবার দেয়া ৯ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেয়া হয় ১০ই সেপ্টেম্বর ও ১লা সেপ্টেম্বর দেয়া হয়েছে ১০ই সেপ্টেম্বরের টিকিট। এদিকে ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। যা চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। চট্টগ্রাম থেকে প্রতিদিন ৯টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.