প্রথমে মনে হয় সমুদ্রের নিচে বিশাল এক টানেল। সাদা সাদা সব জেলিফিশ আর বিশাল তিমি সাঁতরে বেড়াচ্ছে এপার থেকে ওপারে। তারপরই মনে হয়, শত শত পাপড়ি ঝরিয়ে ছড়িয়ে দিচ্ছে দুটি বিশাল গোলাপ। কিছুক্ষণ বাদেই মনে হয়, না, এটা আসলে শত রঙের সমাহার, তাতে আবার আলোকবিন্দুর মতো খুদে খুদে তারা। মূল ঘটনা এর কোনোটিই না। জার্মানির বার্লিনে চলছে ইলেকট্রনিক পণ্যের প্রদর্শনী আইফা ২০১৬। সেখানে এলজি তাদের নতুন প্রযুক্তির টিভি প্রচারণায় এক টানেল তৈরি করেছে। সে টানেলের দেয়ালে প্রতিটি ৫৫ ইঞ্চির ২১৬টি বাঁকানো পর্দার এলজি ওএলইডি টিভি জুড়ে দিয়েছে। মনে হয়, পুরো টানেলে বিশাল এক পর্দা চারদিক থেকে ঘিরে আছে। বড়জোর দুই মিনিটের ভিডিও বারবার চালানোয় (লুপ) মনে হয় একটানা সারা দিন চলতে থাকে। এই ভিডিওতে জলজ প্রাণী, মহাকাশ ও নর্দান লাইটস দেখানো হয়েছে। এলজি জানিয়েছে, এর মধ্যে নর্দান লাইটসের ছবি ধারণ করা হয়েছে ১৪টি এইটকে ক্যামেরায়। ভিডিওটি ইউটিউবে দেখা যাবে http://goo.gl/uXfY3h ঠিকানায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.