আগের রেকর্ড ভেঙে দিয়েছিল তারা ৬ দিন আগেই। দলবদলের একদিন বাকি রেখে ইংলিশ প্রিমিয়ার লীগের দলগুলোর অর্থ ব্যয়ের অঙ্কটা দাঁড়ায় ১ বিলিয়ন পাউন্ডে। আর শেষ দিনেও প্রিমিয়ার লীগের ব্যয় ১৫৫ মিলিয়ন পাউন্ড। এটাও রেকর্ড। দলবদলের শেষ দিনে ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বাধিক ১৪০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের রেকর্ড ছিল ২০১৩ মৌসুমে। এতে এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লীগের অর্থ ব্যয়ের অঙ্কটা পৌঁছে ১.১৬৫ বিলিয়ন পাউন্ডে। গত মৌসুম রেকর্ড ৮৭০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল ইংলিশ প্রিমিয়ার লীগের দলগুলো। এবারের দলবদলে আলোচনার পাশাপাশি অর্থ ব্যয়েও কাঁধে কাঁধ দুই ম্যানচেস্টার জায়ান্ট সিটি-ইউনাইটেডের। কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির ব্যয়ের অঙ্কটা সর্বাধিক ২৩৭.৬ মিলিয়ন ডলারের। আর কোচ হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যয় ১৮৫ মিলয়ন ডলার। নিরীক্ষা প্রতিষ্ঠান ডিলইট জানায়, নতুন চুক্তি মোতাবেক টেলিভিশন সম্প্রচার থেকে ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের আয় বেড়ে দাঁড়াচ্ছে ৫.১৩৬ বিলিয়ন পাউন্ডে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চুক্তির চেয়ে এবার আয় বাড়ছে ২ বিলিয়ন পাউন্ড। এবার সমান ৩০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মিখিটারিয়ান ও সেভিয়া থেকে আইভরিয়ান ডিফেন্ডার এরিক বেইলিকে দলে টেনেছে ম্যানইউ। এভারটন থেকে ৪৭.৫ মিলিয়ন প্রাউন্ডে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস ও শালকা জিরো ফোর থেকে ৩৭ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে জার্মান তারকা লেরয় সানাকে দলে ভিড়িয়েছে ম্যান সিটি। এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে খেলছে ইংলিশ প্রিমিয়ার লীগের চার দল লেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। দলবদলে এ চার দলের খরুচের অঙ্কটা প্রিমিয়ার লীগের মোট ব্যয়ের এক-তৃতীয়াংশ ৩৮৫ মিলিয়ন পাউন্ড। সাবেক ইংলিশ উইংগার ট্রেভর সিনক্লেয়ার বলেন, এখানে প্রচুর অর্থ লেনদেনের কারণটা চাহিদা ও যোগানের। মানুষ প্রিমিয়ার লীগের খেলা দেখতে চায়। এতে কেউ যদি লাভবান হন তাহলে প্রথমে খেলোয়াড়দেরই হওয়া উচিত। এমন প্রেক্ষাপট তৈরি করেছেন তারাই। এবার রুশ ধনকুবের মালিক রোমান আব্রামোভিচের চেলসির দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে। আর দলবদলে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে চেলসিতে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। অপর ফরাসি দল অলিম্পিক মার্সেই থেকে বেলজিয়ান স্ট্রাইকার মিশি বাতশুয়াইকে দলে টানতে চেলসির খরচ পড়েছে ৩৩ মিলিয়ন পাউন্ড। দামি ফুটবলার ক্রয়ে এবার নিজেদের রেকর্ড ভেঙেছে প্রিমিয়ার লীগের ১৪টি ক্লাব। এতে ম্যানচেস্টার ইউনাইটেডেরটি বিশ্ব রেকর্ড। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়ায় রেড ডেভিলরা। এতে ভেঙে যায় বৃটিশ ফুটবলার গ্যারেথ বেলের রেকর্ডটি। তিন মৌসুম আগে রেকর্ড ৮৪ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে স্পেনের রিয়াল মাদ্রিদে পাড়ি দেন ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেশ বেল। অবশ্য এমন আগের রেকর্ডটিতে জড়িয়ে ম্যানইউ। ২০০৯ সালে তখনকার রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনলদো। এলিট ফুটবলারের ধারে দলবদল এবার বড় খোলোয়াড়ের ধারে (লোন) দলবদলের তালিকাটা দীর্ঘ। মাত্র ৯ বছর বয়সে আর্সেনালে ক্যারিয়ারের শুরু জ্যাক উইলশেয়ারের। এবার ধারে বোর্নমাউথে খেলতে গেলেন আর্সেনালের ১০০ ম্যাচের এ ইংলিশ মিডফিল্ডার। ১০ বছরের টানা ক্যারিয়ার শেষে ইংলিশ গোলরক্ষক জো হার্ট এবার ধারে পাড়ি দিলেন ইতালিয়ান ক্লাব তোরিনোতে। ২০১১ সালে আর্সেনাল থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে ম্যান সিটিতে পাড়ি দেন সামির নাসরি। এবার ধারে স্প্যানিশ দল সেভিয়ায় খেলতে গেলেন এ ফরাসি মিডফিলডার। দুই মৌসুম আগে প্রিমিয়ার লীগের সবচেয়ে দামি ডিফেন্ডারের রেকর্ড গড়ে পর্তুগিজ দল এসি পোর্তো থেকে ম্যান সিটিতে যোগ দেন ইলিয়াকিম মাঙ্গালা। ম্যান সিটি এবার ধারে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়ায় খেলতে পাঠালো এ ফরাসি ডিফেন্ডারকে। চেলসির ২৩.৩ মিলিয়ন পাউন্ডের কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদো ধারে আরও এক মৌুসম কাটাবেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। এবারের গ্রীষ্মকালীন দলবদলে সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত খেলোয়াড় ছিলেন ডেভিড লুইজ ও জ্যাক উইলশেয়ার। লুইজকে টুইটের সংখ্যাটা ছিল ৩৩০০০০ ছাড়িয়ে। ১৮০০০০ টুইট ছিল উইলশেয়ারের দলবদল নিয়ে। ১৩ দলের দামি ফুটবলার ক্লাব খেলোয়াড় পাউন্ড ম্যানইউ পল পগবা (ফ্রান্স) ৮৯মি. লিভারপুল সাদিও মানে (সেনেগাল) ৩৪মি. ক্রিস্টাল প্যালেস ক্রিস্টিয়ান বেনটেকে (বেলজিয়াম) ৩২মি. টটেনহ্যাম মুসা সিসোকো (ফ্রান্স) ৩০মি. লেস্টার সিটি ইসলাম স্লিমানি (আলজেরিয়া) ২৯মি. ওয়েস্ট হ্যাম আন্দ্রে আইয়ু (ঘানা) ২০.৫মি. সাউদাম্পটন সোফিয়ান বাউফাল (মরক্কো) ১৬মি. সোয়ানসি বোরিয়া বাস্তন (স্পেন) ১৫.৫মি. বোর্নমাউথ জর্ডান আইব (ইংল্যান্ড) ১৫মি. সান্ডারল্যান্ড ইবরাহিম এন’ডং (গ্যাবন) ১৩.৬মি. হাল সিটি রায়ান ম্যাসন (ইংল্যান্ড) ১৩মি. ওয়েস্ট ব্রম নাসের শাদলি (বেলজিয়াম) ১৩মি. ওয়াটফোর্ড রবার্তো পেরেইরা (আর্জেন্টিনা) ১৩মি. বার্নলি জেফ হেনড্রিক (আয়ারল্যান্ড) ১০.৫মি.
সবচেয়ে বেশি ব্যয় (ডলার) ম্যান সিটি ২৩৭.৬মি. ম্যানইউ ১৮৫মি. চেলসি ১৫৭.৬ মি. আর্সেনাল ১২৬মি. টটেনহ্যাম ৯২মি. লিভারপুল ৮৯.১মি. লেস্টার সিটি ৮৩.১মি. ওয়াটফোর্ড ৭৫.২মি. ওয়েস্ট হ্যাম ৬৯.৫মি. ক্রিস্টাল প্যালেস ৬৬.৪মি. এভারটন ৬০.৪মি.
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.