গত ঈদে সাদিয়া ইসলাম মৌ বেশ কয়েকটি নাটকে অভিনয় করলেও এবারের ঈদে তাকে বিভিন্ন চ্যানেলে নাচের অনুষ্ঠানে বেশি দেখা যাবে। এ কারণে নাটক- টেলিফিল্মে এবার একটু কমই সময় দিতে পেরেছেন তিনি। গত সপ্তাহে নোবেলের বিপরীতে ‘সবুজের আলতো পথে’ নাটকে অভিনয় করার পর মাঝে একটু বিরতি নিয়ে আবার তিনি একটি ঈদ বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘স্বপ্নের মতো দিন’। এটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে সাদিয়া ইসলাম মৌর বিপরীতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া। এর আগেও মৌ ও কল্যাণ একসঙ্গে অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। কিন্তু এবারের গল্পটি একেবারেই ভিন্ন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, যেহেতু
আলভী তার নিজের নাটকের গল্প নিজেই লিখেন, তাই তার নির্মাণ কাজটা বেশ ভালো হয়। কারণ আলভী জানেন তিনি কী করছেন। বেশ যত্ন নিয়েই তিনি নাটকটি নির্মাণ করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে কাজটি করে। কল্যাণ কোরাইয়া বলেন, এটা আমার সৌভাগ্য এবং আনন্দের বিষয় যে মৌ আপার মতো একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর সঙ্গে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। এর আগেও আমি তার সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। আলভী ভাইয়ের নির্দেশনায় ‘স্বপ্নের মতো দিন’ নাটকে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। কারণ গল্পই দর্শককে নাটকটির মাঝে ধরে রাখবে। মৌ আপা সবসময়ই দারুণ সহযোগিতাপরায়ণ। যে কারণে তার সঙ্গে কাজ করা যায় বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে। পরিচালক আলভী আহমেদ জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে ‘স্বপ্নের মতো দিন’ নাটকটি।