রাজধানীর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধা দেয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের উপ-সচিব খলিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে বিদ্যমান ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করার জন্য সিটি করপোরেশন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় কাজী হাবিবুর রহমান হাবু ট্রাকচালক ও শ্রমিকদের উস্কানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন। একই সঙ্গে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেন। এছাড়া, তিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কাজী হাবিবুর রহমান হাবু জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে, জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। অবৈধ ট্রাকস্ট্যান্ডটি অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইতিপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একাধিকবার অনুরোধ জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ ধরনের অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১৩-এর উপধারা (ঘ) অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ। সেহেতু আইনের ১২ এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে কাজী হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করা হলো। কাজী হাবিবুর রহমান হাবু ওয়ার্ড কাউন্সিলরের পাশাপাশি শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বাংলাদেশ ট্রাকচালক ইউনিয়নেরও নেতা। সায়েদাবাদ ব্রিজের পাশে ও ফ্লাইওভারের নিচের ট্রাকস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে তার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে। সিটি করপোরেশনের নির্ধারিত উচ্ছেদের দিন তিনি নেতৃত্ব দিয়ে উচ্ছেদবিরোধী মিছিল করেন। কয়েক দফা সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে সড়কটি দিয়ে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.