ভারতে খুব শিগগির চালু হতে যাচ্ছে মুকেশ আম্বানির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রিলায়েন্সের নতুন সেবা জিও। নতুন এ সেবার মাধ্যমে নামমাত্র মূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ফোরজি ইন্টারনেট সংযোগ, যা নিয়ে এরই মধ্যে দেশটির অধিবাসীরা বেশ আনন্দিত।
বার্ষিক সাধারণ সভায় আম্বানি উদ্যোক্তাদের বলেন, ‘যা কিছু ডিজিটাল হতে পারে এমন সবকিছুই ডিজিটাল করা হবে।’
ভারতে মাত্র এক-পঞ্চমাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে। পাবলিক ওয়াই-ফাই এবং উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যায় গ্রামাঞ্চলের চেয়ে শহুরে এলাকাতেই বেশি। তবে জিও সেবা চালু হলে শিগগিরই এমন অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদী মুকেশ আম্বানি। তিনি আশা করছেন, সেবাটি কোটি মানুষের উন্নয়নে মাইলফলক সৃষ্টি করবে।
আম্বানি জানান, এরই মধ্যে ভারতজুড়ে প্রায় এক লাখ টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন, ফলে জিও ইতিমধ্যে ১৮ হাজার শহর ও ২ লাখ গ্রামজুড়ে বিস্তার লাভ করেছে। ২০১৭-এর মার্চ নাগাদ ভারতের জনসংখ্যার ৯০ শতাংশ জিওর আওতায় চলে আসবে।
১৫ বছর আগে শুরু হওয়া মুকেশ আম্বানির টেলিযোগাযোগ ব্যবসা এ বিনিয়োগের পর অনেকটা ঝুঁকির কারণ হলেও ভারতে রিলায়েন্স এর জিও সেবার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী ভারতের এই সবচেয়ে ধনী ব্যক্তি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.