গেল বছর টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ইমরুল কায়েস। শেষ ৮ টেস্টে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি। শেষ ২ ওয়ানডেতে ৭৬ ও ৭৩। তবে ইমরুল কায়েস টেস্টে যতটা নিজের জায়গা মজবুত করতে পেরেছেন ওয়ানডেতে ততটাই নড়বড়ে। তাই তিনি নিজেও এখন মানসিকভাবে গড়ে তুলছেন নিজেকে। খাপ খাইয়ে নিতে চাইছেন সব ফরমেটে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত ২০ সদস্যের দলে তিনি জায়গা পেয়েছেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মূল দল ঘোষণা হবে ১৮ই সেপ্টেম্বর। তামিম ইকবালের সঙ্গে তাই ওপেনিংয়ে আরও একবার নিজেকে প্রমাণ করতে চান এই ক্রিকেটার। অবশ্য হাতের ইনজুরিতে চার সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়া তামিম এখনও আফগানদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হননি। তামিম না খেলতে পারলে ইমরুল কায়েসকেই ওপেনিংয়ে বড় ভূমিকা রাখতে হবে। গতকাল ইমরুল বলেন, ‘আমি বিশ্বাস করি না যে, আমি শুধুই একজন টেস্ট ক্রিকেটার। টেস্টের পাশাপাশি আমি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সমান পারদর্শী। আমাকে নতুন করে প্রমাণের কিছু নেই। আমি জানি কোনটা করতে পারি আর কোনটা করতে পারি না। বিগত দিনগুলোতে আমি ওয়ানডেতে ভালো পারফর্ম করেছি। টি-টোয়েন্টিতেও তেমনি ছিলাম। আপনারা দেখেছেন বিপিএল-এও আমি ভালো খেলেছি, টেস্টে তো খেলছিই। আমি মনে করি এখন সব ফরম্যাটের জন্যই আমি ফিট।’ ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে জুটিতে সাফল্যের রেকর্ড ইমরুল কায়েসের। কিন্তু দলে তামিমের মতো স্থায়ী হতে পারেননি। এই নিয়ে রয়েছে তার চাপা ক্ষোভ।
তিনি বলেন, ‘আসলে এখন আর এসব নিয়ে ভাবি না। অভ্যস্ত হয়ে গেছি, বিশ্বকাপেও আমার থাকার কথা ছিল কিন্তু ছিলাম না। প্রথমে খারাপ লেগেছে পরে অবশ্য ভেবেছি এটাই জীবন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.