টেলিভিশনসহ গণমাধ্যমের সঙ্গে প্রায় চার দশকের একনিষ্ঠ পথচলার মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন উন্নয়ন সাংবাদিকতার এক অগ্রপথিক হিসেবে। গণমাধ্যমে তার উদ্বুদ্ধকরণ প্রচারণায় আমুল পরিবর্তন এসেছে বাংলাদেশের কৃষিতে। বাংলাদেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সূচিত হয়েছে বৈপ্লবিক সাফল্য। গ্রামীণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। দেশের অর্থনীতিতে কৃষির বহুমুখী অবদান সূচিত হয়েছে। সৃষ্টি হয়েছে বহু সাফল্যের দৃষ্টান্ত। যার পেছনে যতগুলো কল্যাণমুখী তৎপরতা ও কর্মযজ্ঞ রয়েছে তার অন্যতম একটি হচ্ছে তার কৃষিভিত্তিক বহুমুখী গণমাধ্যম কার্যক্রম। কৃষি, গ্রাম ও মানব সম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো তার উন্নয়ন সাংবাদিকতার প্রধান বিষয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও সূচিত হয়েছে ইতিবাচক এক পরিবর্তনের ধারা। বরেণ্য এ মানুষটি হচ্ছেন শাইখ সিরাজ। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান। গতকাল ছিল এ কীর্তিমানের ৬৩তম জন্মদিন। বেশ জাঁকজমকপূর্ণ এবং আনন্দ আয়োজনে পালন করা হয়েছে এ দিনটি। সকালে তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনের ছাতিমতলায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, প্রধানন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, শিল্পী ফরিদা পারভীন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সংগীতশিল্পী সাদী মহাম্মদ, আবৃত্তিশিল্পী হাসান আরিফসহ অন্যরা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে একদল কৃষক শাইখ সিরাজের জলপাই রঙের শার্ট পরে উপস্থিত হন। তারা বলেন, এদেশের কৃষকের জীবন মান পাল্টে দেয়ার যে বিপ্লব তার সূচনা হয়েছে শাইখ সিরাজের মাধ্যমে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, শাইখ সিরাজ গ্রাম বাংলাকে পৌঁছে দিয়েছেন সারাবিশ্বে, আর বিশ্বের উন্নত সংস্কৃতিকে যুক্ত করেছেন আমাদের গ্রাম বাংলায়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ষাটের দশকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সবুজ বিপ্লবের এদেশের এক অগ্রপথিক শাইখ সিরাজ। উপস্থিত সবাই শাইখ সিরাজের সুস্থতা ও সুদীর্ঘ কর্মজীবন কামনা করেন। এছাড়া দিনের বিভিন্ন সময় শাইখ সিরাজকে শুভেচ্ছা দিতে আসেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর মধ্যে রয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নাট্যজন আবুল হায়াৎ প্রমুখ। পরে দেশের বিভিন্ন এলাকার আরো একদল কৃষক শাইখ সিরাজকে শুভেচ্ছা জানাতে আসেন তাদের উৎপাদিত উচ্চমূল্যের ফল-ফসল নিয়ে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.