প্রীতিলতা ওয়াদ্দেদার বৃটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘প্রীতিলতা’। আর এই বীরকন্যা প্রীতিলতার প্রয়ান দিবস ছিল গত শুক্রবার। এ উপলক্ষে এদিন বিকালে একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্র নির্মাণ কাজের অংশ হিসেবে www.banglapritilata.com নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এরপর ‘এ সময়েও কেন প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, বিবি রাসেল, সেলিনা হোসেন, আয়শা খানম, কাজী রোজী, শ্যামল দত্ত, হাসিবুর রেজা কল্লোল প্রমুখ। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করবেন রাশিদ পলাশ। পাণ্ডুলিপির উপদেষ্টা হিসেবে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মালেকা বেগম ও নাট্যকার মাতিয়া বানু শুকু। উল্লেখ্য, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালে চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জগবন্ধু ছিলেন চট্টগ্রাম পৌরসভার হেড ক্লার্ক। প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। বৃটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রীতিলতাকে প্রথম আত্মোৎসর্গকারী নারী হিসেবে চিহ্নিত করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.