কানপুরে জয় নিয়ে গর্বের এক ‘ডজন’ পূর্ণ হলো ভারতের। আর চলতি সফরে ভোগান্তি বাড়লো নিউজিল্যান্ডের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন কিউই স্পিনার মার্ক ক্রেইগ। আগের দিন পেশাদার ক্রিকেটারদের সংগঠনের (প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) মৌসুম সেরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারে ভূষিত হন জিতেন প্যাটেল। আর গতকাল জিতেন ডাক পান ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দলে। কানপুর টেস্ট চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের সফল স্পিনার মার্ক ক্রেইগ। সিরিজের বাকি দুই টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কিউই অফ স্পিনার জিতেন প্যাটেলকে। জিতেন নিউজিল্যান্ড দলের বাইরে ছিলেন প্রায় চার বছর। জিতেন প্যাটেলকে নিউজিল্যান্ডের ক্যাপ মাথায় সর্বশেষ টেস্ট খেলতে দেখা গিয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজেও খেলতে পারেননি মার্ক ক্রেইগ। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ মাইক হেসন বলেন, মার্কের জন্য খুবই খারাপ লাগছে। এ সিরিজের জন্য সে অনেক পরিশ্রম করেছিল। আর কানপুর টেস্টে পার্শ্ব টানের ভোগান্তিতে পড়ার আগে বল হাতে তার নৈপুণ্যটা দারুণ ছিল। টেস্ট ক্রিকেটে জিতেন প্যাটেলের বোলিং গড় ৪৮.৪৬। তবে চলতি বছর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ৬৯ উইকেটের কৃতিত্ব ওয়ারউইকশায়ারের এ স্পিনারের। এবারের ভারত সফরে প্রথম টেস্টে বড় হার নিয়েই সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। কানপুর টেস্টে ১৯৭ রানে জয় কুড়ায় ভারত। নিজ মাটিতে টেস্টে ১২ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৩০শে সেপ্টেম্বর। টেস্টে নিজ মাটিতে ১২ ম্যাচে অপরাজিত রয়েছে ভারত। দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখানে তারা সর্বশেষ হার দেখে কলকাতায় ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। নিজ মাটিতে শেষ ১২ টেস্টের ১০টিতেই জয় দেখেছে ভারতীয়রা। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত নিজ মাটিতে টানা ২০ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ভারতের। আর ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত নিজ মাটিতে ভারতীয়রা অপরাজিত ছিল টানা ১৬ টেস্টে। ভারতের মাটিতে ৩২ টেস্টে কিউইরা জয় দেখেছে মাত্রই দুইবার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.