পাকুন্দিয়ায় চুরির অভিযোগে সবুজ নামে এক কিশোরকে অমানুষিক নির্যাতন করেছেন এক ব্যবসায়ী। মোবাইল রিচার্জ কার্ড চুরির অভিযোগে কিশোরকে ডেকে নিয়ে দোকানে আটকে রেখে লাঠি দিয়ে পেটানো হয়। চাকু দিয়ে সবুজের বাম হাতে ১৫-২০টি পোচ দিয়ে ক্ষতবিক্ষত করে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। আহত কিশোর উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গাংকুলপাড়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের পুত্র। তার মা নাজমা খাতুন প্রবাসী গৃহকর্মী। থাকেন জর্ডানে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা পবনখালী বাজারে। ওই বাজারের মনোহারি ব্যবসায়ী ফিরোজ মিয়া চুরির অভিযোগে দোকানের ভিতর আটক রেখে অমানুষিক নির্যাতন চালায় কিশোর সবুজ মিয়ার (১৩) ওপর। ঘটনার সময় কিশোর চিৎকার করলেও প্রভাবশালী ব্যবসায়ীর ভয়ে কেউ প্রতিবাদ করেননি। চুরির স্বীকারোক্তি আদায় করতে না পেরে একপর্যায়ে বন্দিদশা থেকে ছেড়ে দিলে কিশোরের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এদিকে অমানুষিক নির্যাতনের শিকার কিশোরে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শেয়ার কমেন্টে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে চলছেন নির্যাতনের ছবি শেয়ার, কমেন্টকারীরা। চিকিৎসাধীন সবুজ জানায়, আমি চুরি করেনি। পাশে সবুজের ফুফু বিলকিছ বেগম বলেন, এ ছেলে রাজমিস্ত্রির যোগালির কাজ করে টাকা পায়। সে চুরি করেনি। তার বাবা নেই, মা নাজমা জর্ডানে গৃহ শ্রমিকের কাজে আছেন। তাকে অন্যায়ভাবে চুরির অভিযোগে অমানুষিক নির্যাতন করেছে। আমরা এর ন্যায় বিচার চাই। এ প্রসঙ্গে পাকুন্দিয়া থানার ওসি (ইনচার্জ) হাসান আল মামুন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.