শনিবার চালু হচ্ছে ‘ডট-বাংলা’ ডোমেইন। নিজেদের ভাষার ডোমেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বছরজুড়ে বাংলাদেশের লড়াই যেমন সফল পরিণতি পাবে, তেমনি অবসান হবে দীর্ঘদিনের অপেক্ষার।
ইন্টারনেটের খোলা দুনিয়ায় কোনো একটি রাষ্ট্রের পরিচয় মেলে ‘ডোমেইন’-এ। অর্থাৎ একটি নির্দিষ্ট ওয়েব পোর্টাল কোন দেশের তা বোঝা যায় ওই দেশের ডোমেইনের নামে। ‘ডট-আইএন’ যেমন ভারত এবং ‘ডট-ইউএস’ যেমন যুক্তরাষ্ট্রের তেমনি ‘ডট-বাংলা’ হওয়ার কথা বাংলাদেশের। কিন্তু পশ্চিমবঙ্গের হয়ে ভারত সরকার তো বটেই শান্তি মিশনে যাওয়া বাংলাদেশি সেনা কর্তাদের কাছে বাংলা শেখা সিয়েরা লিওনও দাবি তুলেছিলো ‘ডট-বাংলা’ ডোমেইনটির। বাংলাদেশের চাওয়ায় তাদের দাবি বাতিল করে দিয়েছে ইন্টারনেটভিত্তিক নাম ও নম্বর দেওয়ার এখতিয়ার রাখা প্রতিষ্ঠান আইক্যান।
যে জাতি ভাষার জন্য জীবন দেয় ‘বাংলা’ তাদেরই পাওয়া উচিত বলে বাংলাদেশের যে দাবি, সেই ডোমেইন উদ্বোধন হবে শনিবার।
ডট-বাংলা যুক্ত হওয়ায় এখন বাংলাদেশের নামে পাশে থাকলো দু’টো ডোমেইন। অন্যটি ডট-বিডি খুব জনপ্রিয় না হলেও ব্যবহার হচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.