বিনোদন: কুয়াকাটার মিস্ত্রিপাড়ায় সর্বজনের চেনা চাঞ্চল্য হাস্যোজ্জ্বল অপূর্ব সুন্দরী যুবতী মেয়ে মহুয়া। রাখাইন পরিবারে বেড়ে উঠলেও কোনো রাখাইন মায়ের কোলে জন্মেনি সে। মহুয়ার যখন ২-৩ বছর তখন তার বাবা তাকে এথানচিং সমুদ্র তীরে কুড়িয়ে পেয়েছিল। সেই থেকে মহুয়া এ পরিবারে বেড়ে ওঠে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের পরিবারে ওর জন্ম তা কারও জানা নেই। তাই তাকে বিয়ে করতে নারাজ রাখাইন গোত্রের সব পরিবার। একদিন আবির নামে যুবকের আগমন ঘটে। সমুদ্র তীর ঘেঁষে রাখাইন জাতিদের সারি সারি মাচান ঘরের বসতবাড়ি আকৃষ্ট করে তাকে। সেখানে মহুয়ার সঙ্গে দেখা মিলে আবিরের। ভাঙা ভাঙা বাংলাভাষায় কথা শুনে আরও মুগ্ধ হয়। মহুয়ার দুর্বিসহ জীবনে আবিরের হাতছানিই যেন স্বপ্নের বাসা বাঁধে। ঠিক তখনই আবিরের কুয়াকাটায় আসার উদ্দেশ্য শুনে থমকে যায় মহুয়া। এমন গল্পের নাটকে সম্প্রতি অভিনয় করেছেন নিলয় ও তানজিন তিশা। এর নাম ”ছেড়াদ্বীপ”। ফয়েজ আহমেদ রেজার রচনা ও পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি সমুদ্র সৈকত কুয়াকাটার বিভিন্ন লোকেশনে করা হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.