আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগ দিতে ঢাকা এসে শুক্রবার গাজীপুর ঘুরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। এসময় তার সঙ্গে ছিলেন লোকসভার সদস্য ও ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার ভাট্টচার্য্য।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত আমন্ত্রণে তারা দুপুরে একটি হেলিকপ্টারে করে মানিকগঞ্জ থেকে গাজীপুর আসেন। প্রায় দুই ঘণ্টা জাহাঙ্গীর আলমের বাসায় কাটিয়ে বেলা ৩টার দিকে তারা ঢাকা ফিরে যান।
দুপুর ১টা ৭ মিনিটে অভিজিৎ মুখার্জি ও প্রদীপ ভাট্টচার্য্যকে বহনকারী হেলিকপ্টারটি গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে নামলে জাহাঙ্গীর আলম তাদের স্বাগত জানান। সেখান থেকে গাড়িযোগে তারা জাহাঙ্গীর আলমের নগরীর ছয়দানা এলাকার বাসায় যান। পরে জাহাঙ্গীর আলমের বাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় রাষ্ট্রপতির ছেলে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করা এবং ভিসা সংক্রান্ত জটিলতা দূরসহ গার্মেন্ট ও টেক্সটাইল খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, আবদুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, মজিবুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলাম সরকার রাসেল, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও মাসুদরানা এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মাছ, মাংস, ভর্তাসহ দেশীয় ৮১ পদের বিভিন্ন খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.