১ রানের জন্য ফলোঅনের লজ্জা এড়াতে পারলো না ইংল্যান্ড। ভারতের ৪৫৫ রানের জবাবে প্রথম ইনিংসে গতকাল ইংল্যান্ডের সংগ্রহ থামে ২৫৫ রানে। বিশাখাপত্তম টেস্টে যদিও ইংলিশদের ফলোঅনে ফেলেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের তৃতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে যায় ভারত। এতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯৮/৩ সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। এতে ভারত এগিয়ে যায় ২৯৮ রানে। দিনশেষে ৫৬ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় দফায় ১০ রানে উইকেট খোয়ান ইনজুরি ফেরত ওপেনার কেএল রাহুল। টেস্টের চুতর্থ ইনিংসে ৩০০ বা বেশি রান তাড়া করে ইংল্যান্ডের জয়ের নজির রয়েছে মাত্রই তিনবার। এমন তালিকার শীর্ষে ১৯২৮-২৯ মৌসুমে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩২ রান তাড়া করে জয় কুড়ায় ইংল্যান্ড। টেস্টের দ্বিতীয় ইনিংসে মুরলি বিজয়ের ব্যাট হাতে ভোগান্তির ছবিটা স্পষ্ট হলো আরো। গতকাল ব্যক্তিগত ৩ রানে উইকেট খোয়ান ভারত ওপেনার মুরলি বিজয়। ক্যারিয়ারে প্রথম ইনিংসে বিজয়ের রানের গড় ৪৮.৩৮। তবে দ্বিতীয় ইনিংসে তা ২৯.৪২। ব্যক্তিগত ১ রানে উইকেট দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পুজারা। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে যান পুজারা। টেস্ট ক্যারিয়ারে ৫৯ ইনিংসে এ নিয়ে ১৬ বার বোল্ড আউট হতে দেখা গেল পুজারাকে। আগের দিনের ১০৩/৫ সংগ্রহ নিয়ে গতকাল চা বিরতির আগে নিজেদের ইনিংস গুটায় ইংল্যান্ড। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ব্যাট হাতে দৃঢ়তা দেখান বেন স্টোকস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ১১০ রানের জুটি গড়েন এ দুজন। আট নম্বরে ব্যাট হাতে হার না মানা ৩২ রানের ইনিংস খেলেন আদিল রশিদ। ভারতের বল হাতে ২৯.৫ ওভারের স্পেলে ৬৭ রানে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অশ্বিনের এটি ইনিংসে ২২তম পাঁচ উইকেট শিকার। দ্বিতীয় ইনিংসে ৮/০ সংগ্রহ নিয়ে বিশাখাপত্তম টেস্টের তৃতীয় দিনের চা বিরতিতে যায় ভারত। এ সময় ভারত এগিয়ে ছিল ২০৮ রানে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রাজকোটে ড্র য়িে খেলা শেষ করে উভয় দল। চলতি বছর টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের রেকর্ড ষষ্ঠ উইকেট জুটিতে। ২০১৬ সালে এ ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটিতে সংগ্রহ ৭৯.৯৫ গড়ে ১৭৫৯ রান। এ জুটিতে শতরানের কীর্তি রয়েছে পাঁচবার। চলতি বছর ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক ১০৯৮ রান সংগ্রহ ওপেনিং জুটিতে। ২০১৬ সালে বেন স্টোকস ও বেয়ারস্টোর জুটিতে সংগ্রহ ৭৭২ রান। টেস্টের যে কোনো জুটিতে এটি সর্বাধিক রানের রেকর্ড। ২০১৬ সালে ৭ ইনিংসে বেয়ারস্টো-স্টোকসের রানের গড় ১১০.২৮। ইংল্যান্ড ও পাকিস্তানের ওপেনিং জুটিতে অ্যালিস্টার কুক-অ্যালেক্স হেলস এবং আজহার আলী-সামি আসলামের সংগ্রহ যথাক্রমে ৭৫০ ও ৭১৬ রান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.