জ্যোতির্বিজ্ঞানীরা নতুন তথ্য প্রকাশ করেছেন যা মহাকাশের নির্ভুল মানচিত্র তৈরিতে ব্যবহার করা হবে।
এখন কোটি কোটি তারার অবস্থান অনুসরণ করা হচ্ছে ‘গায়া’ টেলিস্কোপের মাধ্যমে।
প্রায় তিন বছর ধরে এই গায়া টেলিস্কোপ এই তথ্যউপাত্ত সংগ্রহ করছে। যার কিছুটা প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন এর মাধ্যমে প্রথমবারের মতো মহাকাশের নির্ভুল মানচিত্র তৈরি করা সম্ভব হবে।
আর এর মাধ্যমে গবেষকরা একটি চলচ্চিত্রও তৈরি করবেন, যেটি উল্টো দিকে ঘুরিয়ে তাঁরা জানার চেষ্টা করবেন – কীভাবে ছায়াপথের জন্ম হলো।
সূত্র- বিবিসি বাংলা
|