কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যা সমাধান করে নিতে দেশ দুইটির প্রতি আহ্বান জানিয়েছে চীন। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সম্প্রতি কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হলে তা নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বুধবার চীন দুই দেশকেই উত্তেজনা প্রশমন করে সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ভারত দীর্ঘদিন থেকেই কাশ্মীর সমস্যায় পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলোর প্রতি সমর্থন দেয়ার অভিযোগ করে আসছে। ভারতের অন্যান্য স্থানেও সহিংসতার জন্য পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তাদের। তবে চীন দুই দেশকেই সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুগ্ম পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিনের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, ‘চীন আশা করছে যে পাকিস্তান ও ভারত সংলাপের পথ শক্তিশালী করবে, নিজেদের মতপার্থক্যগুলো যথাযথভাবে সামাল দিবে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং একসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।’ কাশ্মীরের জন্য চীনে পাকিস্তানের বিশেষ দূতকে ঝেনমিন বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানের প্রতি চীন শ্রদ্ধাশীল। প্রসঙ্গত, কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার জের ধরে চলমান উত্তেজনা আরো বেড়েছে ভারত পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জন করায়।