নগ্নতার জন্যই সুপরিচিত প্লেবয় ম্যাগাজিন। অনলাইনের রমরমার এই সময়ে প্লেবয়ের জৌলুস খানিকটা কমলেও এখনও তার কদর কমেনি। এবারে সেই প্লেবয় ম্যাগাজিনে হাজির হচ্ছেন হিজাব পরিহিত একজন মুসলিম মডেল। তিনি আবার সরাসরি মডেল নন, একজন নারী সাংবাদিক। প্লেবয়ের এমন সিদ্ধান্তে একদিকে যেমন ঝরছে প্রশংসার বন্যা, অন্যদিকে সমালোচনাও কম হচ্ছে না। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, প্লেবয় ম্যাগাজিনের অক্টোবর সংখ্যাতেই হাজির হচ্ছেন ওই হিজাব পরা মডেল। তিনি মুসলিম-আমেরিকান সাংবাদিক নুর তাগৌরি। ম্যাগাজিনের ‘রেনেগেড’ সিরিজে একজন যৌন অধিকারকর্মী, একজন কমেডিয়ান ও একজন ঔপন্যাসিকের সঙ্গে থাকবেন নুরি। প্রতিটি ক্ষেত্রের মানুষ নিজেদের ভালোবাসার কাজটি করার জন্য কতটা নিবেদিত থাকেন এবং প্রয়োজনে জীবনের ঝুঁকিও নিয়ে থাকেন, সেটাই তুলে ধরা হবে এই সিরিজে। নিউজি নামের একটি গণমাধ্যমে কাজ করেন ২২ বছর বয়সী নুরি। প্লেবয়ের জন্য তিনি পরেছেন কালো রঙের জিন্স, কনভার্স স্নিকার ও চামড়ার জ্যাকেট। সঙ্গে হিজাব তো রয়েছেই। প্লেবয়ে এমন হিজাব পরা ছবি ছাপানো নিয়ে প্রশংসা ও বিতর্ক- দুই-ই রয়েছে। নুরির মডেল হওয়া নিয়েও রয়েছে সমালোচনা। কিন্তু সেই সমালোচনা গায়ে মাখছেন না তিনি। নুরি বলছেন, ‘এসব সমালোচনা আমি পড়ছি না বা তাতে মনোযোগ দিচ্ছি না। এটা কেবল নেতিবাচক শক্তি এবং অস্বাস্থ্যকর।’ উল্লেখ্য, এ বছরের শুরুতে এসে প্লেবয় ম্যাগাজিন তাদের নীতিমালায় বেশকিছু পরিবর্তন নিয়ে আসে। আগে তারা সম্পূর্ণ নগ্ন মডেলের ছবি ছাপালেও এ বছরে এসে সিদ্ধান্ত নেয়, তারা আর সম্পূর্ণভাবে নগ্ন ছবি ছাপবে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.