মার্কিন নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করতে তার স্বামী বিল ক্লিনটনের যৌন কেলেংকারি সামনে আনছেন। কাদা ছোড়াছুড়ির এক পর্যায়ে নিজের সম্পর্কেই ট্রাম্প বলেন, ‘হিলারি কখনও আমার মতো কুৎসিত হতে পারবে না।’
শুক্রবার নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হিলারি এক শ্রেষ্ঠ নারী নিপীড়ককে বিয়ে করেছেন। হিলারি একজন নোংরা মহিলা। তবে তার চেয়েও কুৎসিত হতে পারি।’ তিনি বলেন, বিল ক্লিনটন যাকে যৌন নির্যাতন করেছেন, হিলারি সেই নারীকেই আক্রমণ করেছিলেন। আমি মনে করি এটা ওই পরিবারের একটা বড় সমস্যা। আমার সামনের প্রচারণাগুলোয় এসব তুলে ধরব।’
এর আগে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, হিলারি বিজয় লাভ করলে তার স্বামীর যৌন কেলেংকারিকে ফিরিয়ে আনবেন হোয়াইট হাউসে।
সিএনএন জানায়, সোমবারের প্রথম টিভি বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থীর কাছে একরকম ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতেই এমন মন্তব্য করছেন তিনি। অন্যদিকে সোমবারের বিতর্কে ভালো করায় হিলারি মূলত ভোটারদের মনোযোগ কাড়তে ইতিবাচক কথা বলে যাচ্ছেন। তবে নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ছিলেন আক্রমণাত্মক। তিনি অভিযোগ করেন,
‘আমেরিকার জনগণ বছরের পর বছর ধরে ক্লিনটনের দুর্নীতি ও কেলেংকারি দেখে এসেছে। মিথ্যা বলার জন্য অভিশংসন হওয়া প্রয়োজন। মনে আছে?
অভিশংসন।’ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
স্বতন্ত্র একটি পর্ষদের তদন্তের পর ১৯৯৮ সালের শেষের দিকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ বিল ক্লিনটনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিংশসনের বিল উত্থাপন করে। হোয়াইট হাউসের তৎকালীন ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে যৌন কেলেংকারি নিয়ে ক্লিনটনের নিজের স্বীকারোক্তিসহ অন্যান্য কারণে ওই অভিযোগ আনা হয়। পরে সিনেটের কল্যাণে তিনি অভিশংসনের হাত থেকে মুক্তি পান।
ট্রাম্প বলেন, ‘ক্লিনটন পরিবারের নোংরা অতীত রয়েছে। আমরা উজ্জ্বল ও অত্যন্ত পরিষ্কার একটি ভবিষ্যৎ গড়ব।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.