প্যারিসের বিলাসবহুল হোটেলে মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানের ডাকাতের কবলে পড়ার ঘটনায় সারা বিশ্বেই তোলপাড় শুরু হয়েছে। কিমকে বন্দুকের মুখে জিম্মি রেখে প্রায় ৯ কোটি পাউন্ডের জিনিসপত্র লুট করে নেয় মুখোশধারী দু’ব্যক্তি। ৩৫ বছর বয়সী এ তারকার কাছ থেকে ছিনিয়ে নেয়া এসব জিনিসপত্রের মধ্যে রয়েছে ৮ কোটি ৭০ লাখ পাউন্ডের স্বর্ণালঙ্কার। রোববার রাতে প্যারিসের একটি হোটেলে এ ঘটনা ঘটে। মা ক্রিস জেনার, দু’বোন কোর্টনি কারদাশিয়ান ও কেনডাল জেনারের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতেই ফ্রান্সে গিয়েছিলেন কিম। এ ঘটনার পর বিভিন্ন ধরনের আশঙ্কা করছেন অনেকে। প্রথমেই প্রশ্ন উঠেছে ডাকাতির এ ঘটনার সময় কিম কারদাশিয়ানের বডিগার্ড পাসকাল ডুভিয়ার কোথায় ছিলেন? জানা গেছে তিনি একটি নাইটক্লাবে ছিলেন। কিম যে হোটেলে অবস্থান করছিলেন তার থেকে দুই মাইল দূরে ছিল সেই নাইটক্লাব। তবে নাইটক্লাবে তিনি একা যাননি, সঙ্গে ছিলেন কিমের দুই বোন কোর্টনি ও কেনডেল কারদাশিয়ান। তাদের নিরাপত্তার জন্যই হোটেল ছেড়ে নাইটক্লাবে যান পাসকাল। এদিকে এরই মধ্যে পাসকাল চ্যালেঞ্জ ছুড়েছেন ডাকাতদের প্রতি। খুব শিগগিরই তাদের পাকড়াও করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কিমের এই বডিগার্ড। তিনি ডাকাতদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভুল মানুষকে টার্গেট করেছো। আমি তোমাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবো, প্রতিজ্ঞা করলাম। এদিকে কিমের সাবেক বডিগার্ড স্টিভ স্টেনুলিস বলেছেন, আমি মনে করি বিষয়টি তদন্ত করলেই বেরিয়ে আসবে। তবে এ হোটেলটিতে এমন নিরাপত্তা বলয় তৈরি রয়েছে যে এখানে এ ধরনের ডাকাতি হওয়ারই কথা নয়। আমার মনে হচ্ছে হোটেলের ভেতরের কারো কাজ হতে পারে এটি। অথবা হতে পারে কিমের পাবলিসিটি স্ট্যান্ট, যেমনটা তাকে আগেও করতে দেখা গেছে। এদিকে ঘটনার পর পরই ওই হোটেলসহ পুরো প্যারিস শহরকে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। কারণ এর আগে কোনো তারকার সঙ্গে এমন ডাকাতির ঘটনা ঘটেনি অতীতে। বিষয়টি তদন্ত করে ডাকাতদের দ্রুতই গ্রেপ্তারের নির্দেশও দিয়েছে প্রশাসন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.