মার্কেটপ্লেস নামে নতুন এই অ্যাপে কেনাবেচা করা যাবে l ফেসবুক
বিকিকিনির জন্য ‘মার্কেটপ্লেস’ নামে নতুন অ্যাপ চালু করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ই-কমার্সের প্রসারে প্রতিষ্ঠানটি এত দিন পরোক্ষাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এবার সরাসরি ই-কমার্সের সঙ্গে যুক্ত হচ্ছে ফেসবুক। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হচ্ছে মার্কেটপ্লেস। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নতুন এক সংযোজনা। ফেসবুকের নতুন এই অ্যাপটির প্রকল্প ব্যবস্থাপক বোয়েন প্যান বলেন, ইতিমধ্যে প্রতি মাসে প্রায় ৪৫ কোটি ব্যবহারকারী ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপ খুলে তাদের পণ্য ক্রয়-বিক্রয় করছে। নতুন অ্যাপটির মাধ্যমে এই প্রক্রিয়াটি আরও সহজ হবে। ফেসবুকের আইওএস অ্যাপে যেখানে এখন মেসেঞ্জার আইকন আছে, ঠিক সেখানেই মার্কেটপ্লেসের আইকন যুক্ত করা হবে। এই আইকন চেপে ব্যবহারকারীরা নতুন এক পেজ দেখতে পাবেন, যেখানে তাঁদের পছন্দের পণ্যগুলো দেখা যাবে। সেখানে বিক্রেতাকে বার্তা পাঠানোর সুযোগ পাবেন ক্রেতা। ঠিক তেমনই বিক্রেতাও যেকোনো পণ্যের ছবি তুলে বিবরণ ও মূল্য যোগ করে এই পেজে আপলোড করতে পারবেন।
মার্কেটপ্লেসে লেনদেনের জন্য ফি ধার্য করার কোনো পরিকল্পনা এখনো ফেসবুকের নেই। বরং নতুন এই অ্যাপের মাধ্যমে ফেসবুক চায় মানুষ আরও বেশি সময় ধরে ফেসবুকে থাকুক। আর ব্যবহারকারীরা ফেসবুকে যত বেশি সময় ব্যয় করবেন, বিজ্ঞাপন থেকে তাদের আয়টা ততই বৃদ্ধি পেতে থাকবে।
ফেসবুকের এই সুবিধাটি শুধু স্মার্টফোনেই পাওয়া যাবে। মূল কারণ, ফেসবুকের সামগ্রিক আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে মুঠোফোন ব্যবহারকারীদের কাছ থেকে। এই ব্যবহারকারীরাই বর্তমানে ফেসবুকের মূল লক্ষ্য। তবে ভবিষ্যতে মার্কেটপ্লেসের ডেস্কটপ সংস্করণ চালু হবে বলে জানিয়েছে ফেসবুক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.