যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম আসরের প্রতিযোগিতা বিভাগে লড়তে যাচ্ছে ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। হিন্দি, সিংহলিজ, মালয়ালাম, উর্দু, পাঞ্জাবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় নির্মিত ১৪টি চলচ্চিত্রের সঙ্গে একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে প্রতিযোগিতায় নামছে এটি। এই চলচ্চিত্র উৎসবে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার গুণী পরিচালকদের সারিতে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বিজন। শিকাগোতে আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১০ই অক্টোবর পর্যন্ত। এ আয়োজন দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নির্মাতাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে মোট ১৫টি ছবি। এর মধ্যে ‘মাটির প্রজার দেশে’ ছাড়াও উল্লেখযোগ্য ছবি হলো ‘মাসান’, ‘আলিগড়’, ‘আইল্যান্ড সিটি’, ‘দি টাইগার হান্টার’, ‘কাশ’, ‘ওয়েটিং’, ‘বুদ্ধিয়া সিং : বর্ন টু রান’ ইত্যাদি। ৯ই অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে ‘মাটির প্রজার দেশে’। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মাহমুদুর অনিন্দ্য, শিউলি আক্তার, মনির আহমেদ শাকিল, চিন্ময়ী গুপ্তা প্রমুখ। এদিকে আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন। এরপর সিনেমা হলেও মুক্তি দেয়া হবে ছবিটি। গুপী বাঘা প্রডাকশন্স প্রযোজিত ছবিটি তৈরি করতে সময় লেগেছিল পাঁচ বছর।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.