আগের দিন প্রস্তুতি ম্যাচে ৩০৯ রান টপকে জয় পেয়েছে ইংল্যান্ড। তাই গোটা দলই ছিল অনেকটা নির্ভার। তাই গতকাল ইংল্যান্ড দলে প্রায় সব সদস্যই সময় কাটিয়েছেন টিম হোটেলে। শুধু মাত্র টেস্ট দলের অধিনায়ক অ্যালেস্টার কুক ছাড়া। গতকাল সকালেই মাঠে চলে আসেন তিনি। দীর্ঘক্ষণ জিম ও ব্যাটিং অনুশীলন করে ফিরে যান হোটেলে। জানা যায় ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার ও দলের বেশ কয়েকজন সদস্য হোটেলেই জিম করেছে। সেই সঙ্গে সুইমিংও করেছেন। রাজধানীর পাঁচ তারকা হোটেলে নজিরবিহীন নিরাপত্তায় সময় কাটছে ইংলিশদের। এমন নিরাপত্তায় ইংল্যান্ড দলের ম্যানেজারের মন্তব্য-‘দারুণ। এর আগে বাংলাদেশে এমন নিরাপত্তা আমরা পাইনি।’ তবে দলের কোনো সদস্যই হোটেল ছেড়ে বাইরে যাচ্ছেন না। ১৭ ক্রিকেটার ছাড়াও দলের কোচ ও কর্মকর্তাসহ ৩৩ জন অবস্থান করছেন হোটেলে। শুরুতেই বাংলাদেশি খাবার খেতে আগ্রহ দেখালেও পরে নিরাপত্তার কারণে তারা বাইরে থেকে সেই খাবার আনছেন না। তবে জানা গেলো তাদের ইচ্ছা আছে বাংলাদেশি খাবারের স্বাদ নেয়ার। আর গতকাল সন্ধ্যার পর তারা গিয়েছিলেন ইংল্যান্ড হাইকমিশনারের দাওয়াতে। সেখানে তারা কাটিয়েছেন অনেকটা সময়। ৩০শে সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখে ইংল্যান্ড দল। তবে দলের সঙ্গে আসেননি টেস্ট দলের অধিনায়ক কুক। তিনি এসেছেন দুদিন পর। চট্টগ্রামে ১২ই অক্টোবর ওয়ানডে সিরিজ শেষ হলে ২০শে অক্টোবর থেকে মাঠে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে অবশ্য সেখানেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। টেস্টে নিজেদের মানিয়ে নিতে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করবে ইংলিশরা। আর অধিনায়কতো বসে নেই। আগের দিন ওয়ানডে দল প্রস্তুতি ম্যাচ খেলেছে। তাই তার প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি। তাই গতকাল দল হোটেলে থাকলেও তিনি চলে আসেন মাঠে। ১৩৩ টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অভিষেক হয়েছিল ভারতের নাগপুরে। এই পর্যন্ত ২৯ সেঞ্চুরি ও ৫১ ফিফটিতে ৪৭.৩১ গড়ে করেছেন ১০৫৯৯ রান। ২০১০ থেকে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৪টি টেস্ট ম্যাচ। ২টি সেঞ্চুরিতে ৬৮.৩ গড়ে করেছেন ৪০১ রান। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৫২ টেস্টে নেতৃত্ব দেয়া কুক অবশ্য বাংলাদেশকে আলাদা ভাবে মনে করবেন। কারণ তার টেস্টে অধিনায়কত্ব শুরু বাংলাদেশের বিপক্ষে। প্রথম ম্যাচে ঢাকাতে এরপর চট্টগ্রামে তিনি দুটি টেস্টের নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়েছিলেন। ব্যাট হাতেও দলের জয়ে দুটি সেঞ্চুরি করে ভূমিকা রাখেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.