৪৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ব্যক্তিগত ৫০ রানের কোঠা পার করেন তিনি সাকুল্যে ছয়বার। তবে ওয়ানডেতে বেন স্টোকসের সাম্প্রতিক ফর্মটা উজ্জ্বল। আর ক্রিজে একাধিকবার জীবন পেয়ে গতকাল বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ইংল্যান্ডের ত্রাতা বেন স্টোকসই। এতে ক্যাচ মিসের মাসুল দেয় টাইগাররা আর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি কুড়ান ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। গতকাল বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। আর পুরো ইনিংসে বেন স্টোকস প্রচ্ছন্ন জীবন পান দুই দুইবার। ৩০.২তম ওভারে পেসার তাসকিন আহমেদের ডেলিভারিতে মিডঅন অঞ্চলে স্টোকসের ক্যাচ ফেলেন মাহমুদুল্লাহ। স্টোকসের সংগ্রহ তখন ৬৯। পাঁচ বল পর ৩১.২তম ওভারে ফের জীবন পান বেন স্টোকস। এবার পেসার মাশরাফি বিন মুর্তজার ডেলিভারিতে ডিপ কভার অঞ্চলে স্টোকসের ক্যাচ ফেলেন মোশাররফ হোসেন রুবেল। তখন ব্যক্তিগত ৭১ রানে ব্যাট করছিলেন বেন স্টোকস। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাট হাতে ইংলিশদের শুরুটাও ছিল সম্ভাবনাময়। ওপেনিং জুটিতে ৭.১ ওভারে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন জেসন রয় ও জেমস ভিন্স। তবে অল্পতে তিন উইকেট তুলে নিয়ে ইংলিশদের চাপে ফেলেন টাইগাররা। ৭.২তম ওভারে ইংলিশ ওপেনার জেমস ভিন্সকে সাজঘরে ফেরান টাইগার পেসার শফিউল ইসলাম। ১১.২তম ওভারে দলীয় ৬১ রানে সাকিব আল হাসানের ডেলিভারি ক্রিজ থেকে বেরিয়ে ছক্কা হাঁকাতে যান অপর ওপেনার জেসন রয়। লং অফে জেসন রয়ের ক্যাচ তালুবন্দি করেন সাব্বির রহমান। পরের ওভারে রানআউটে কাটা পড়ে জনি বেয়ারস্টোর উইকেট। এতে ১২.৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৩/৩-এ। তবে চতুর্থ উইকেটে দৃঢ়তা দেখান ইংলিশরা। অভিষিক্ত ক্রিকেটার বেন ডাকেটকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন বেন স্টোকস। তবে ডাকেটের বিদায়ে দিকভ্রান্ত হতে দেখা যায় ইংলিশদের। ৩৮.৫তম ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২১৬/৩। পরের ২৯ রানে তিন উইকেট খোয়ায় ইংল্যান্ড। একে একে সাজঘরে ফেরেন বেন ডাকেট, বেন স্টোকস ও মঈন আলী। ৪৩.৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৪৫/৬-এ। তবে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ইংল্যান্ডের রানের চাকায় গতি দেন অধিনায়ক নিজেই। ৩৮ বলে ৬৩ রান করেন জস বাটলার। এতে বাটলার হাঁকান তিনটি চার ও এক হালি ছক্কা। আর ইনিংস শেষে ৩০৯ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে বেন স্টোকসের রানের গড় ২৫.৩১। ব্যাট হাতে ৪৫ ওয়ানডেতে স্টোকসের রয়েছে ৬টি অর্ধশতক। আর স্টোকস তার শেষ দুই ম্যাচে দেখান হাফসেঞ্চুরির কৃতিত্ব। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হোম সিরিজের শেষ দুই ওয়ানডেতে লিডস ও কার্ডিফে স্টোকসের সংগ্রহ ছিল ৬৯ ও ৭৫। গতকাল বাংলাদেশের বল হাতে সমান দুই উইকেট ভাগাভাগি করেন পেসার মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। তবে দুর্বল ফিল্ডিং ও ক্যাচ মিসের ম্যাচে টাইগাররা রানআউটে তুলে নেয় ইংর্যান্ডের দুই উইকেট। এর আগে ক্যারিয়ারের প্রথম ডেলিভারিতে উইকেটের কৃতিত্ব দেখান তরুণ স্পিনার মোসাদ্দেক হোসেন । আর গতকাল মোসাদ্দেকের প্রথম ডেলিভারিতে রানআউটে জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান সাব্বির রহমান। আর ইনিংসের একবারে শেষ বলে ক্রিস ওকসকে রানআউট করেন সাকিব।
বেন স্টোকস রান ১০১ বল ১০০ ছক্কা ৪ চার ৮
শফিউল ইসলাম ২/৫৯
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.