জান্নাতুল ফেরদৌস পিয়া। অনেক আগে থেকেই তিনি দেশীয় শোর বাইরে বেশকিছু ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। এবার তিনদিনের জন্য কোরিয়ার ট্যুরিজম বোর্ড ও মডেল এসোসিয়েশনের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন তিনি। বুধবার রাতের ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করেন তিনি। যাবার আগে পিয়া মানবজমিনকে বলেন, এর আগে ২০১১ সালে মিস ইউনিভার্সিটি বিউটি কনটেস্টে কোরিয়ায় গিয়েছিলাম। এবার আন্তর্জাতিক মানের একটি শোতে অংশ নিতে যাচ্ছি। বিশ্বের ২৫টি দেশের ২৫ জন খ্যাতনামা মডেল রেড কার্পেটে হাঁটবেন, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো আমি। আমার খুব ভালো লাগছে। ৭ থেকে ৯ই অক্টোবর পর্যন্ত এই শো অনুষ্ঠিত হবে। শেষদিন হবে ‘গালা নাইট শো’। এই শোতে আমি শাড়ির সঙ্গে জামদানি জ্যাকেট পরবো। ১০ই অক্টোবর শো শেষ করে দেশে ফেরার ইচ্ছে রয়েছে। এদিকে ১৪ই অক্টোবর এই মডেল-অভিনেত্রীর জন্মদিন। ভিন্ন আয়োজনে এবারের জন্মদিন পালন করবেন তিনি। উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস পিয়া এরইমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালি’, ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’। পিয়া লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েশন করেছেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতিমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে ‘বার এট ল’ পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। বর্তমানে দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.