ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক চেয়ারম্যান জন পাডেস্টার অতিরিক্ত ২ হাজার ই-মেইল সোমবার প্রকাশ করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। তারা দাবি করেছে, জন পাডেস্টার ৫০ হাজার ই-মেইল রয়েছে তাদের কাছে। সোমবার প্রকাশিত ই-মেইলগুলোতে রয়েছে হিলারি ক্লিনটনের কর্মকর্তাদের মধ্যে কথোপকথন, নির্বাচনী কৌশল। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, চারদিনের মধ্যে উইকিলিকসের এটা দ্বিতীয় হ্যাকিং। এসব ই-মেইলের বেশির ভাগই ২০১৫ সালের। এতে রয়েছে নির্বাচনী কৌশল, নীতি সহ মিডিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করা যায় তা। আছে ‘ক্লিনটন ক্যাশ’ বইয়ের প্রকাশনা নিয়ে তথ্য। এছাড়া, ক্লিনটন ফাউন্ডেশনের আইনবহির্ভূত কর্মকাণ্ডও এতে রয়েছে বলে খবরে বলা হচ্ছে। হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের সহযোগী ডগ ব্যান্ড ক্লিনটন দম্পতির কন্যা চেলসিকে ‘বখে যাওয়া বাচ্চা’ বলে সম্বোধন করেছেন বলে একটি ই-মেইলে তথ্য মিলেছে। এ বিষয়ে সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। তারা এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছে। ই-মেইল প্রকাশ পাওয়ায় অবশ্য রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরে উল্লাস দেখা দিয়েছে। কিন্তু হিলারি ক্লিনটনের মুখপাত্র গ্লেন ক্যাপলিন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভ্লাদিমির পুতিনের পরিচালনায় যে ই-মেইল প্রকাশ পেয়েছে তাতে ট্রাম্প শিবির উল্লাস করছে। এটা চরম মর্যাদাহানিকর। ডনাল্ড ট্রাম্প অধিক পরিমাণে গুপ্তচরবৃত্তিকে উৎসাহিত করেছেন। এমনকি তিনি রোববারের বিতর্কেও হ্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছেন। এটা এমন এক সময়ে করা হয়েছে যখন পুতিন দেখেছেন ট্রাম্প খারাপ সময় পার করছেন এবং বিতর্কে ভালো করতে পারছেন না। রাশিয়ার সঙ্গে মিলে উইকিলিকস কাজ করছে বলে অভিযোগ আছে। সমন্বয়ের মাধ্যমে হ্যাক করে, গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের। এর আগে শুক্রবার এক দফা ই-মেইল ফাঁস করা হয়। তাতে ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলোকে হিলারি ক্লিনটন রুদ্ধদ্বার বৈঠকে যেসব বক্তব্য দিয়েছিলেন তা রয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.